সিন্ডিকেট ভাঙ্গতে কৃষকের সবজি কিনে বিক্রি করেছে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ

0 183

নিজস্ব প্রতিবেদক : কৃষকের কাছ থেকে সবজি কিনে ন্যায্যমূল্যে রাজধানী ঢাকায় বিক্রি করেছে বাংলাদেশ আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

মঙ্গলবার সকাল ৭টায় থেকে মিরপুর বাঙলা কলেজের সামনে কৃষকের ক্ষেত থেকে ক্রয়কৃত সবজি ন্যায্যমূল্যে বিক্রি শুরু করে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ, সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

Leave A Reply

Your email address will not be published.