নিউজ ট্রেইলার : আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধনীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কিন্তু নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে অনেক পথ অতিক্রম করতে হবে। এ জন্য প্রয়োজন জনসচেতনতা। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইন করেছে। এরপর এটি বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ২০১৫ সালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করেছে। তারা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।তিনি আরও বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান যেমন চলছে, তেমন খাদ্যে ভেজাল মেশানোর বিরুদ্ধেও অভিযান জোরদার করা হবে। কারণ খাদ্যে ভেজাল মেশানও এক ধরনের দুর্নীতি।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                                                             
                        
                         
                                 
                                 
                                 
                                