ঢাকাশুক্রবার , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

সরকারি হাসপাতালে বিনামূল্যে করা যাবে ডেঙ্গু পরীক্ষা

নিউজ ডেস্ক
অক্টোবর ১৬, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: সারাদেশে সরকারি হাসপাতালগুলোতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু শনাক্তের এনএস-ওয়ান (NS-1) পরীক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ বিভাগ এতে সম্মতি দিয়েছে।

গত বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করেছে। বিষয়টি বৃহস্পতিবার গণমাধ্যমকে জানানো হয়।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অর্থ বিভাগের দেওয়া চিঠিতে জানানো হয়, দেশের সব সরকারি হাসপাতালের জরুরি, বহির্বিভাগ ও অন্তঃবিভাগে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিবন্ধিত রোগীদের এনএস-১ পরীক্ষা বিনামূল্যে করা হবে। এই সিদ্ধান্ত ১৫ অক্টোবর থেকে কার্যকর হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। রোগ নির্ণয়ের এই গুরুত্বপূর্ণ পরীক্ষাটি যেন রোগীরা বিনা খরচে পেতে পারেন, সে লক্ষ্যে দেশের সব সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো অফিস আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ। তিনি জানান, ডেঙ্গু পরিস্থিতি বিবেচনায় নিয়ে রোগ নির্ণয়ের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত নারীর বয়স ৪০ বছর। তিনি ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মশাবাহিত এ রোগে চলতি বছর ২৪৩ জনের প্রাণ গেল। এ ছাড়া গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৫৫ রোগী। এতে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ হাজার ৭৭০ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত সবচেয়ে বেশি ১৫ হাজার ৮৬৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন সেপ্টেম্বর মাসে; মৃত্যু হয়েছে ৭৬ জনের। আর চলতি মাসের বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪২৮ জন; মৃত্যু হয়েছে ৪৫ জনের।

এর আগে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হন এক হাজার ১৬১ ও মৃত্যু ১০ জনের, ফেব্রুয়ারিতে আক্রান্ত ৩৭৪ ও মৃত্যু তিনজনের। মার্চে আক্রান্ত হন ৩৩৬ জন, এই মাসে কোনো মৃত্যু হয়নি। এপ্রিলে আক্রান্ত ৭০১ ও মৃত্যু সাতজনের, মে মাসে আক্রান্ত এক হাজার ৭৭৩ জন ও মৃত্যু তিনজনের। জুনে আক্রান্ত পাঁচ হাজার ৯৫১ ও মৃত্যু ১৯ জনের। জুলাইয়ে আক্রান্ত ১০ হাজার ৬৮৪ জন, মৃত্যু ৪১ জনের। আগস্টে আক্রান্ত ১০ হাজার ৪৯৬ জন ও মৃত্যু ৩৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি তিন লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গুতে সবচেয়ে বেশি এক হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। সর্বশেষ ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন, মৃত্যু হয় ৫৭৫ জনের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।