ঢাকাবৃহস্পতিবার , ২৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় ভেজাল কীটনাশকে হানা, ২৩ কার্টন ধ্বংস করে প্রশাসন

মোহাম্মদ মিশুক হাসান
মে ২৭, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় ভেজাল কৃষি ঔষধ জব্দ ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। মঙ্গলবার দুপুরে উপজেলার মাসার্স জালাল ট্রেডার্সে অভিযান চালিয়ে ‘গ্লোবাল কোম্পানি’র উৎপাদিত ২৩ কার্টন পি.জি.আর (প্লান্ট গ্রোথ রেগুলেটর) নামক ভেজাল কীটনাশক জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন।

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান খান জানান, কৃষকদের অভিযোগের ভিত্তিতে বাজারে বিক্রিত বিভিন্ন কীটনাশক ও কৃষি পণ্যের মান যাচাইয়ের জন্য সারা দেশ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকার খামারবাড়িতে পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, গ্লোবাল কোম্পানির পি.জি.আর নামক কৃষি ঔষধটি ভেজাল ও কৃষিকাজে ক্ষতিকর। এরই প্রেক্ষিতে শৈলকুপায় অভিযান চালিয়ে পণ্যগুলো জব্দ ও পরবর্তীতে ধ্বংস করা হয়।অভিযানে কৃষি বিভাগের কর্মকর্তারা ছাড়াও স্থানীয় কৃষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীন বলেন, “কৃষকের উৎপাদনশীলতা ও খাদ্য নিরাপত্তা রক্ষায় ভেজাল পণ্যের বিরুদ্ধে প্রশাসনের এই অভিযান চলমান থাকবে। কেউ ভেজাল পণ্য বাজারজাত করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এমন পদক্ষেপে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসন ও কৃষি বিভাগের এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।