শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইগাতীর কমান্ডার সুরুজ্জামান আকন্দের এক মাসের সম্মানী ভাতা ও ঈদের বোনাস একত্রিত করে করোনায় অসহায় ,ছিন্নমুল, কর্মহীন হয়ে পড়া ৫০জন পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে । শুক্রবার সকালে তার বাড়িতে সামাজিক দুরুত্ব বজায় রেখে ঈদ সামগ্রী বিতরন করা হয় । ঈদ সামগ্রীর মধ্যে ছিলো চাল,ডাল,চিনি সেমাই,তৈল, সাবান। বীর মুক্তিযোদ্ধা জানান, আমি একজন অসহায়, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা হয়েও করোনায় মানুষের দুঃখ দেখে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছি এই কোরানা যুদ্ধেও আমাদের বিজয় হতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।