শ্রীলঙ্কায় হামলায় নিহত শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর (৮) মরদেহ দেশে আনার সব আনুষ্ঠানিকতা সোমবার সম্পন্ন করা সম্ভব হয়নি। এ কারণে মঙ্গলবারের পরিবর্তে বুধবার তার লাশ বিমানযোগে বেলা সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
সোমবার সন্ধ্যায় শেখ ফজলুল করিম সেলিমের বনানীর বাসায় গিয়ে সমবেদনা জানান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।