ঢাকাশনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

শাহরুখের সিনেমার কপি শাকিবের ‘সোলজার’— দাবি ভারতীয় গণমাধ্যমের

নিউজ ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

মেগাস্টার শাকিব খানের আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে দেশের সিনেপ্রেমীদের মাঝে এখন অন্যরকম আগ্রহ বিরাজ করছে। একদিকে যেমন নায়কের নতুন লুকে পর্দায় আসা আবার সদ্যই সিনেমার নায়িকা তানজিন তিশার ফার্স্ট লুক প্রকাশ- সব মিলিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। তবে এমন মুহূর্তে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা দাবি করেছে, বলিউড কিং শাহরুখ খানের একটি জনপ্রিয় সিনেমার অনুকরণে তৈরি হচ্ছে শাকিব খানের এই চলচ্চিত্র। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তাদের প্রতিবেদনে বলেছে, দীর্ঘ সিনেমাজীবনে শাকিব খান বাংলাদেশের অনুরাগীদের কাছে ‘কিং খান’ নামে পরিচিত। ভারতীয় অভিনেতা শাহরুখ খানকেও তার অনুরাগীরা প্রায় ত্রিশ বছর ধরে একই নামে ডেকে আসছেন। এবার শোনা যাচ্ছে, শাকিব সেই শাহরুখের ছবিকেই অনুপ্রেরণা হিসেবে নিচ্ছেন।

আনন্দবাজারের দাবি, শাকিবের ‘সোলজার’ ছবির চিত্রনাট্য একেবারে শাহরুখের জনপ্রিয় সিনেমা ‘জাব তাক হ্যায় জান’-এর আদলে তৈরি হচ্ছে। মিল শুধু নায়কের সঙ্গে নয়, শাহরুখের ছবিতে ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার মতো দুই নায়িকা ছিলেন। তেমনি শাকিবের এই ছবিতেও রয়েছেন দুই অভিনেত্রী- তানজিন তিশা ও ঐশী।

উল্লেখ্য, প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।