শপথ নিয়ে নিজেরাই স্বীকার করে নিলেন বিএনপির সব অভিযোগ মিথ্যা ছিল

0 3,319

“সেইতো নথ খসালি, তবে কেন লোক হাসালি।” চারদিকে বিএনপির রাজনীতির এই সার্কাস দেখে হাসবো নাকি কাঁদবো বুঝতে পারিনা। আবার এইসবের পক্ষে টকশোতে গিয়ে সারাক্ষন মিথ্যা চাপাবাজি করে কিছু বলদ কিসিমের অর্ধশিক্ষিত লোকজন।

গত পরশুদিন বিএনপির স্থায়ী কমিটির সভা করে দলীয় সংসদ সদস্য জাহিদুর রহমানকে দল থেকে বহিস্কার করা হলো। তাঁর অপরাধ তিনি কেন শপথ নিলেন। তাকে নাকি সরকার চাপ দিয়ে শপথ করিয়েছে। আজ বিএনপির আরো চারজন শপথ নিলেন। 

আজ ফখরুল সাহেব বললেন, এটা তারেক রহমানের সিদ্ধান্তে শপথ নেয়া। তাহলে তিনিও কি সরকারের চাপের কাছে নতি স্বীকার করেছেন? তিনি নিজেও নিবেন। অপরদিকে জাহিদুর রহমানের বহিষ্কারাদেশ এখনো তুলে নেয়া হয়নি। এখন মুখোমুখি বিএনপির স্থায়ী কমিটি ও পলাতক সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমান।যার কথায় দল চলে।

সেই দলের পক্ষে আবার কেউ কেউ নির্লজ্জ সাফাই গান। যাই হোক বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট বলেছিলো নির্বাচন গ্রহণ যোগ্য হয়নি, তাই তারা শপথ নিবেন না। এখন ওনারা সবাই (ঐক্যফ্রন্টের দুইজনসহ) শপথ নিয়েছেন। এর মানে নির্বাচন নিয়ে তাদের সব অভিযোগ মিথ্যা ছিল, যা প্রকারন্তরে নিজেরাই স্বীকার করে নিলেন।

লেখক- প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

(লেখকের ফেসবুক স্ট্যাটাস)

Leave A Reply

Your email address will not be published.