ঢাকাবৃহস্পতিবার , ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

লিথুয়ানিয়ার রাষ্ট্রপতির কা‌ছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

News Editor
ডিসেম্বর ১১, ২০২৫ ৫:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (লিথুয়ানিয়ায় অনাবাসিক) মো. ময়নুল ইসলাম লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি গিতানাস নাউসেদা-এর কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) লিথুয়ানিয়ার ভিলনিয়াসে অবস্থিত রাষ্ট্রপতি প্রাসাদে পরিচয়পত্র পেশের এই আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

পরিচয়পত্র পেশের আগে রাষ্ট্রদূতকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতি রাষ্ট্রদূতের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠক করেন। বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত ময়নুল ইসলাম বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দেন।

এ ছাড়া, পরিচয়পত্র পেশের পূর্বে রাষ্ট্রদূত লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী টরিকাস ভ্যালিস, রাষ্ট্র ও কূটনৈতিক প্রোটোকল বিভাগের মহাপরিচালক জুরাতে লোশিয়েনে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স অধিদপ্তরের সিনিয়র কাউন্সেলর ক্রিস্টিনা বাবিচিয়েনের সঙ্গে পৃথক বৈঠক করেন।

বৈঠকগুলোতে রাষ্ট্রদূত বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, লিথুয়ানিয়ায় বাংলাদেশি জনশক্তি প্রেরণ, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান, কৃষি ও খাদ্য নিরাপত্তা, শিক্ষা, এবং জলবায়ু–সম্পর্কিত উদ্যোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।

বিশেষভাবে তিনি বাংলাদেশের নাগরিকদের লিথুয়ানিয়ার টিআর‌পি ভিসা আবেদন সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশে ভিএফএস সেন্টার স্থাপনের বিষয়টি গুরুত্ব সহকারে উপস্থাপন করেন।

লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী উভয়েই অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি বাংলাদেশে ভিএফএস সেন্টার স্থাপনের বিষয়ে ইতিবাচক অবস্থান ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।