ঢাকাশনিবার , ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লিড নিয়েও জাপানকে হারাতে পারল না বাংলাদেশ

মো হামিদুল হক মিশু
জুলাই ১১, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ চীনের দাজহুতে চলছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। বাংলাদেশের বালক-বালিকা দুই দলই সেখানে খেলছে। দুই দলই তৃতীয় স্থানের জন্য আগামী রোববার লড়বে। সেদিন বাংলাদেশ বালক দলের প্রতিপক্ষ মালয়েশিয়া আর বালিকা দলের প্রতিপক্ষ কাজাখস্তান।
বালক বিভাগে আজ সেমিফাইনাল ম্যাচ ছিল জাপানের বিপক্ষে। প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে স্কোরলাইন ছিল ৩-২। তৃতীয় কোয়ার্টারে কোনো গোল হয়নি। শেষ কোয়ার্টারে জাপান তিন গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। এতে জাপান ফাইনালে উঠে আর বাংলাদেশকে সান্ত্বনার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হচ্ছে।

বালক দলের মতো বালিকা দলও জয়বঞ্চিত হয়েছে। কাজাখস্তানের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ ৫৯ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল। ম্যাচের অন্তিম মুহূর্তে কাজাখস্তান পেনাল্টি স্ট্রোক পায়। সেই স্ট্রোক থেকে গোল করে খেলায় সমতা আনে ২-২ গোলে। ৮ মিনিটে কাজাখস্তান গোল করে ম্যাচে প্রথম লিড নিয়েছিল। ৩০ ও ৩৩ মিনিটে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন তিশা ও রিমন শারিকা।

বাংলাদেশ নারী দল প্রথমবারের মতো অ-১৮ এশিয়া কাপে খেলছে। অভিষেক আসরেই তৃতীয় স্থানের জন্য লড়বেন রিমনরা। অন্যদিকে, বালক দলের রানার্সআপ হওয়ার কীর্তি রয়েছে। ঢাকায় অনুষ্ঠিত যুব এশিয়া কাপে একেবারে অন্তিম মুহূর্তে গোল দিয়ে বাংলাদেশের চ্যাম্পিয়ন ট্রফি ছিনিয়ে নিয়েছিল ভারত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।