এম.আশিক নূরঃরাজধানীর সবুজবাগ এলাকা থেকে মোঃআকরাম নামে এক সরকারী কর্মচারী ফোনে মক্ষীরানির প্রলোভনে পরে অপহৃত হয়।

প্রেস ব্রিফিং করছেন র্যাব-১০ এর ধলপুর শাখার মেজর মোঃ আসরাফুল

অপহরন চক্রের সদস্য মোঃ সাজ্জাদ হোসেন
গতকাল রবিবার রাতে র্যাব-১০ এর ধলপুর শাখার মেজর মোঃ আসরাফুল হকের নেতৃত্বে ঢাকা
সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে হাত পা বাধা অবস্থায় অপহৃত আকরামকে উদ্ধার
করে র্যাব। এসময় অপহরন চক্রের মোঃ সাজ্জাদ হোসেন নামক একজনকে গ্রেফতার করে।গত ৬ই এপ্রিল মধুরানীদের প্রলভনে সারা দিয়ে অপহরন হয় মোঃ আকরাম। এসময় অপহরনকারীরা তার কাছে ২ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে পরে আকরামের পরিবার থেকে তাদেরবিকাশের মাধ্যমে এক লক্ষ পনের হাজার টাকা হাতিয়ে নেয়।র্যাব-১০ প্রযুক্তির মাধ্যমে আকরামকে উদ্ধার করতে সক্ষম হয় ও সাজ্জাদ নামের যুবকের কাছ থেকে ত্রিশ হাজার টাকা একটি চাপাতি, একটি খেলনা পিস্তল, ২টি চাকু ও ২টি মোবাইল উদ্ধার করে।
র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে এই চক্রের নারী দিপা, সজল, মহসিন, ফারুক
কৌশলে পালিয়ে যায়। অপরহন চক্রের উভয়ের বাড়ী কুমিল্লা জেলার চান্দিনা থানায়।
পালাতক আসামীদের বিরুদ্ধে ঢাকা সবুজবাগ থানায় অপহরনের মামলা দায়ের করা হয়েছে।

একটি চাপাতি, একটি খেলনা পিস্তল, ২টি চাকু ও ২টি মোবাইল