মামলার দ্রুত নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দিতে হবে: প্রধানমন্ত্রী

0 619

নিউজ ট্রেইলার : মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর উদ্দেশে বলেন, মামলার দ্রুত নিষ্পত্তিতে পুলিশকে বিশেষ নজর দিতে হবে।

মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে বক্তৃতাকালে শেখ হাসিনা এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, অনেক সময় মামলা তদন্তে দীর্ঘ সময় লেগে যায়। মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ নজর দিতে হবে পুলিশকে।সাইবার ক্রাইমের বিষয়ে সজাগ থাকার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন করার পর কেউ কেউ কথা বলেছে। কিন্তু এটা আমরা করেছি মানুষের নিরাপত্তা দিতে, নিরীহ মানুষ আছে, তাদের অধিকার সংরক্ষিত রাখতে ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.