ঢাকাশনিবার , ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনে হচ্ছিল হলিউড মুভির শুটিং চলছে’

স্টাফ রিপোর্টার
মার্চ ১৫, ২০১৯ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দু’টি মসজিদে জুমার নামাজের সময় বন্দুকধারীর হামলায় তিন বাংলাদেশিসহ অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) স্থানীয় সময় দুপুরে ওই ঘটনায় হামলাকারী সন্দেহে এক নারীসহ অন্তত ৪ জনকে আটক করার কথা জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ।

এদিকে, হামলার ঘটনার পর থেকেই ক্রাইস্টচার্চে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন প্রবাসীসহ স্থানীয়রা। এমনকি ঘর থেকেও বের হচ্ছেন না কেউ।

ক্রাইস্টচার্চ থেকে নিউজিল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি শহিদুল ইসলাম জন বলেন, শহরের মধ্যে শুধু পুলিশের গাড়ি দেখলে মনে হবে হলিউড মুভির শুটিং চলছে। মসজিদের পাশে একটা শপিং মল রয়েছে। আমরা সবাই সেখানে দাঁড়ানোর চেষ্টা করি এবং বুঝার চেষ্টা করি, কি হয়েছে।

তিনি জানান, ওই সময় রাস্তায় পুলিশের গাড়ির সাইরেন ও হেলিকপ্টার ছাড়া আর কিছুই ছিল না।

তার ভাষায়, তখন মনে হচ্ছিল, যেন একটা কবরস্থানে বসে আছি। যারা বাংলাদেশে আছে তারা বুঝতে পারবে না, অবস্থা কি ছিলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।