ঢাকারবিবার , ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে আজ রজবের চাঁদ দেখা গেলে দুই মাস পর পবিত্র রমজান শুরু

News Editor
ডিসেম্বর ২০, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্য ও বেশিরভাগ ইসলামিক দেশে আজ আরবি বর্ষপঞ্জিকার সপ্তম মাস রজবের অর্ধচন্দ্রের সন্ধান করা হবে। এ ব্যাপারে আজ শনিবার (২০ ডিসেম্বর) প্রস্তুতি নেওয়া হয়েছে।

যদি রজবের চাঁদ দেখা যায় তাহলে পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র দুই মাস বাকি থাকবে।

আরবি চারটি পবিত্র মাসের একটি হলো রজব। এই মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ রজব শুরুর মাধ্যমে রমজান আসার অপেক্ষা শুরু হয়ে যায়। রজবের পর আসে শা’বান মাস। আর শা’বান শেষ হওয়ার পরপরই শুরু হয় মহিমান্বিত রমজান।

এ বছর রমজান শুরু হতে আর কতদিন বাকি থাকবে?

আরবি মাসগুলো মূলত সূর্যাস্তের পরপরই শুরু হয়। যদি আজ শনিবার রজবের চাঁদ দেখা যায় এবং মাসটি শুরু হয় এবং রজব মাসটি ২৯ এবং শা’বান মাসটি ৩০ দিনের হয়, তাহলে পবিত্র রমজান মাস আসতে আর মাত্র ৬০ বা ৬১ দিন বাকি থাকবে। সবশেষে চাঁদ দেখে রমজান শুরুর দিন চূড়ান্ত হবে।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে আগামী বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরুর সম্ভাবনা রয়েছে। যদি এমনটি হয় তাহলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতের রমজানের প্রথমদিন হবে ১৯ ফেব্রুয়ারি। কিন্তু যদি চাঁদ দেখা না যায় তাহলে পবিত্র এ মাস শুরুর দিন একদিন পিছিয়ে যাবে।

সূত্র: গালফ নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।