এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাতটি কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে ভুল প্রশ্নপত্র বিতরণের অভিযোগে ওসব কেন্দ্রে দায়িত্ব পালনকারী সচিবদের ‘শোকজ’ করা হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এ আদেশ দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো.মাহবুব হাসান।
মাহবুব হাসান বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনা তদন্ত করে বিধি অনুযায়ী কেন্দ্র সচিবদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ভুল প্রশ্নপত্রে পরীক্ষার্থীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যবস্থাও অবশ্যই হবে।’
প্রসঙ্গত, এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র সচিবদের ‘ভুলে’ ২০১৮ সালের সিলেবাস অনুসারে প্রণীত প্রশ্নে ২০১৯ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা হয়েছে। এ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া পাওয়া গেছে। তারা প্রশ্ন তুলেছেন, ভুল প্রশ্নপত্র সরবরাহের কারণে যদি পরীক্ষার্থীদের ফলাফলে প্রভাব পড়ে তাহলে তার জন্য কারা দায়ী হবে?

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                                                             
                        
                         
                                 
                                 
                                 
                                