ঢাকাশনিবার , ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল

News Editor
নভেম্বর ২৪, ২০২৫ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

চীনের চংকিনে এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের বড় জয় অব্যাহত রয়েছে। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারায় তারা। আজ দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামের জালে আটবার বল জড়িয়েছে। 

৮-০ গোলের জয়ে বাংলাদেশের কেউ হ্যাটট্রিক করতে পারেননি। রিফাত কাজী ও অপু দুটি করে গোল করেন। একবার করে জালের দেখা পেয়েছেন মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফ।

বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই দাপট দেখায়। ১৩ মিনিটে বাঁ দিক থেকে ফয়সালের নিখুঁত পাস। তা থেকে অপু বল পায়ে নিয়ে দারুণভাবে জালে পাঠান। দশ মিনিট পর রিফাত দুই ডিফেন্ডারকে চমৎকারভাবে কাটিয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন। রিদুয়ানের দারুণ পাস থেকে ফয়সাল বল জালে জড়িয়ে তৃতীয় গোলটি করেন। এক মিনিট পর মানিক দূরপাল্লার এক শক্তিশালী শটে গোল করে বাংলাদেশের স্কোর ৪-০ করেন।

দ্বিতীয়ার্ধের চার মিনিটে রিদুয়ানের ক্রস থেকে অপু নিজের দ্বিতীয় গোলটি করেন। ৭৩ মিনিটে ফয়সালের নেওয়া লং শট ব্রুনাইয়ের গোলরক্ষক প্রথমে ঠেকালেও ফিরতি বলে রিফাত গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন।

দুই মিনিট পর ব্রুনাইয়ের বক্সে তৈরি হওয়া বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আরিফ বল দখলে নিয়ে ঠান্ডা মাথায় শট করে নিজের প্রথম গোলটি করেন। ৭৯ মিনিটে বায়েজিদের দারুণ গোলে বাংলাদেশ ৮-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

বাংলাদেশ অ-১৭ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমাদের ছেলেরা শুরুতে আক্রমণাত্মক ও পজিটিভ ফুটবল খেলেছে। এতে গোলের সুযোগ এসেছে এবং কাজে লাগাতে পেরেছে বলে বড় জয়। এজন্য ফুটবলারদের ধন্যবাদ। আগামী ম্যাচেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ ‘এ’ গ্রুপে রয়েছে। স্বাগতিক চীনের পাশাপাশি ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইনও আছে একই গ্রুপে। এই গ্রুপের চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। এই গ্রুপে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী চীন ও বাহরাইন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।