ব্যাটিং ব্যর্থতায় সিরিজ নিশ্চিত করতে পারল না বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় সিরিজ নিশ্চিত করতে পারল না বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক : প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড ‘এ’ দল। বাংলাদেশের দেওয়া ২২৮ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখেই টপকে যায় কিউই যুবা দল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। ইনিংসের চতুর্থ ওভারের মধ্যেই দুই ওপেনার ফিরে যান প্যাভিলিয়নে।
নাঈম শেখ মাত্র ৪ রান করে ফেরেন, আর এনামুল হক বিজয় আউট হন ২ রান করে। এরপর মিডল অর্ডার ব্যাটাররাও ধারাবাহিক ব্যর্থতায় ভুগেছেন। সাইফ হাসান (৩১), আফিফ হোসেন (১), নুরুল হাসান সোহান (১২) ও মোসাদ্দেক হোসেন সৈকত (৪) রান করে আউট বড় স্কোর গড়ার পথে বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের।
এক পর্যায়ে ৫ উইকেটে ৯০ রান তুলে বিপাকে পড়ে টাইগাররা।
তবে একপ্রান্ত আগলে রেখে ইনিংস মেরামতের চেষ্টা চালান ইয়াসির আলী রাব্বি। ধৈর্যশীল ব্যাটিংয়ে ৬৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে কিছুটা ভরসা এনে দেন তিনি। শেষ দিকে আট নম্বরে নেমে দুর্দান্ত ব্যাটিং করেন নাসুম আহমেদ। তার ইনিংসেই দুই শ রানের কোটা পার করে বাংলাদেশ।
৪৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২২৭ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করে নিউজিল্যান্ড। ওপেনিং জুটিকে ৭৭ রান তোলে তারা।