ঢাকাবৃহস্পতিবার , ১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

বিএমইউ রেসিডেন্সি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

News Editor
নভেম্বর ১৫, ২০২৫ ৬:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও এর অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর মার্চ–২০২৬ সেশনের রেসিডেন্সি (এমডি/এমএস ফেজ-এ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

বিএমইউ জানায়, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারি, বেসিক অ্যান্ড প্যারাক্লিনিক্যাল সায়েন্স, ডেন্টিস্ট্রি এবং শিশু এই পাঁচ অনুষদে ভর্তির জন্য অনুষ্ঠিত পরীক্ষায় হাজারো প্রার্থী অংশ নেন। ফলাফল বিশ্ববিদ্যালয়ের অনলাইন পোর্টালে দেখা যাচ্ছে।

এর আগে ২০২৬ সালের মার্চ সেশনের রেসিডেন্সি প্রোগ্রামে ভর্তির আবেদন নেওয়া হয় গত ৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত। আগেই ২৯ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে বিএমইউ। আবেদন শেষ হওয়ার পর ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয় হল ও আসনবিন্যাসের নির্দেশনা দেয়। এরপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় অনুষদভেদে নির্ধারিত কেন্দ্রে। ফল প্রকাশের মাধ্যমে ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হলো।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, ফল প্রকাশের পর পরবর্তী ধাপ হিসেবে প্রতিটি অনুষদের নির্বাচিত প্রার্থীদের নথি যাচাই, মৌখিক মূল্যায়ন (যদি প্রযোজ্য হয়) ও চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে বিএমইউ। পরবর্তী নির্দেশনা ওয়েবসাইটে জানানো হবে।

বিএমইউর সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, রেসিডেন্সি প্রোগ্রাম দেশের চিকিৎসা শিক্ষার উচ্চতর পর্যায়ের মূল ধাপ। মার্চ–২০২৬ সেশনের ভর্তি পরীক্ষা ও ফল প্রকাশ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন হয়েছে। ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।