ঢাকাশুক্রবার , ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি বোলারদের হতাশ করে লাঞ্চে শ্রীলঙ্কা

মো হামিদুল হক মিশু
জুন ২৬, ২০২৫ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

ক্রীড়া ডেস্কঃ গল টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশন পুরোপুরি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। দিনের শুরুতেই মাত্র ২৭ রান যোগ করে ২৪৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। এরপর ব্যাট হাতে দারুণ শুরু করেন দুই শ্রীলঙ্কান ওপেনার পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারা।

মাত্র ২১ ওভারেই বিনা উইকেটে ৮৩ রান তুলে ফেলে লঙ্কানরা।

তাতে প্রথম সেশন শেষে পরিষ্কারভাবে চালকের আসনে সফরকারীরা।
বাংলাদেশ দিন শুরু করেছিল ৮ উইকেটে ২২০ রান নিয়ে। তবে আগের দিন শেষদিকে একটু প্রতিরোধ গড়লেও তা বেশিক্ষণ টেকেনি। অভিষিক্ত স্পিনার সোনাল দিনুশার ঘূর্ণিতে শেষ উইকেট হারিয়ে থামে ইনিংস।

মিডউইকেটে দিনেশ চান্ডিমালের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তাইজুল ইসলাম (৩৩)। বাংলাদেশের সর্বোচ্চ রান ওপেনার সাদমান ইসলামের ৪৬, তবে কেউই ফিফটি ছুঁতে পারেননি। শেষ পর্যন্ত ৭৯.৩ ওভারে অলআউট ২৪৭ রানে।
শ্রীলঙ্কার হয়ে মাত্র ২২ রানে ৩ উইকেট নেন দিনুশা, আসিতা ফার্নান্ডোও পান ৩ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে যেন ওয়ানডে মেজাজেই শুরু করেন পাতুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। ইনিংসের প্রথম বলেই চার মেরে জানান দেন আক্রমণাত্মক মনোভাবের। প্রথম ৯ ওভারে তারা তুলে ফেলেন ৯টি চারসহ ৫৪ রান—ওভারপ্রতি রানরেট প্রায় ৬।

২১তম ওভারে গিয়ে দলীয় স্কোর ৮৩ ছাড়ায়। নিশাঙ্কা ৬৪ বলে ৪২ এবং উদারা ৬২ বলে ৪০ রান করে অপরাজিত থেকে লাঞ্চ বিরতিতে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।