ঢাকাসোমবার , ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

প্রথম সংবাদ সম্মেলনে যা বললেন নতুন বিসিবি সভাপতি বুলবুল

Hamidul Haque
মে ৩১, ২০২৫ ৩:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদন : তার বাংলাদেশে আসার কারণ নিয়েও আছে সংশয়। এক পক্ষের কথা, আমিনুল ইসলাম বুলবুল এবার দেশে এসেছেন মূলত পারিবারিক কারণে। তার খুব কাছের সূত্র নিশ্চিত করেছে, বিসিবির নতুন সভাপতি এবার বাংলাদেশে এসেছেন মূলত পারিবারিক কারণে। একটি জমিজমা সংক্রান্ত কাজে।

তবে শেষ দিকে জানা গেল, তিনি শুধু পারিবারিক কারণে দেশে আসেননি। জাতীয় দলের এ সাবেক অধিনায়ক এবার দেশে পা রেখেছেন একটা সুনির্দিষ্ট লক্ষ্যে। এবং সেটা একান্তই তার নিজের না। মূলত জাতীয় ক্রীড়া পরিষদ চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে কথা বলে।

আজ শুক্রবার বিকেলে বিসিবি সভাপতির নতুন চেয়ারে বসার পর আমিনুল ইসলাম বুলবুল যা বললেন, তা শুনে মনে হলো, তিনি এসেছেন মূলত জাতীয় ক্রীড়া পরিষদ প্রধান তথা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ডাকে। এবং তিনি বুলবুলকে বিসিবি প্রধানের দায়িত্ব নেওয়ার কথা বলেন প্রায় ২ মাস আগে; গত এপ্রিল মাসের শেষ দিকে।

বিসিবি সভাপতির চেয়ারে বসে প্রথম সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, ‘সত্যিকার অর্থে, এই প্রথম গত মাসের এপ্রিল মাসের শেষ দিকে আমি একটা কল পাই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ দেওয়া হবে, আপনি কী সুযোগ গ্রহণ করবেন?’

প্রসঙ্গত উল্লেখ্য, এক সময় দেশের ক্রিকেটের জন্য কাজ করার কথা বলেছেন। আজ শুক্রবার বিকেলে সে কথার সূত্র ধরে বিসিবির নতুন সভাপতি জানান, ‘আমি যে আপনাদেরকে এতো প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য। যখন এই কল পেয়েছি, তখন আর পেছনে তাকাইনি। আমার একটাই লক্ষ্য ছিল, কীভাবে এই কলটাকে রেসপেক্ট করতে পারি। তারপর পর্যায়ক্রমে ক্রিকেট বোর্ডের ডিরেক্টররা আমাকে নির্বাচিত করেছেন।’

বুলবুল জানিয়ে দেন, খোদ ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে বিসিবির দায়িত্ব নেওয়ার কথা বলেছেন, ‘আমাদের সম্মানিত স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে আমি অনার্ড যে, এই রকম একটা কল পেয়েছি। যার ফলশ্রুতিতে এই দায়িত্বটা পেয়েছি। এই দায়িত্বটা বাংলাদেশের ক্রিকেট না, ‘ক্রিকেট ইন বাংলাদেশ’। বাংলাদেশে কী ক্রিকেট আছে, চেষ্টা করব সেটা সামনের দিকে এগিয়ে নিতে। আমি বিশ্বাস করি, ১১ জন ক্রিকেট খেলে না, বাংলাদেশের সবাই ক্রিকেট খেলে।’

‘আজকে আমার রোলটা নতুন রোল। আজকে ৩০ মে শুরু হলো। একটা ছোট জার্নি আছে। জার্নিটা হচ্ছে যে, আমি যখন বাংলাদেশ ক্রিকেট টিম থেকে রিটায়ার করে নেই, তারপর গত ১৯ বছর ধরে ক্রিকেট উন্নয়নের কাজ করে যাচ্ছি আইসিসি এবং এসিসিতে। এটা আমার জন্য নতুন হাইটের একটা পরীক্ষা বা একটা সুযোগ।’

বুলবুল আগেই জানিয়ে দিয়েছেন, তিনি দীর্ঘ মেয়াদের জন্য আসেননি। আবারও সেই কথাই বললেন, ‘যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ পাঁচ দিনের হয়, ওয়ানডে হয় সাত ঘণ্টার। আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছি। সো, একটা ভালো টি-টোয়েন্টি ইনিংস খেলব, যেটা আপনারা দীর্ঘদিন মনে রাখবেন। চেষ্টা করব, ক্রিকেটটা যাতে সবাই খেলতে পারে, যাতে সবার খেলা হয়। যেন একটা স্টেটমেন্ট হয় — ক্রিকেটটা সবার জন্য। এই ধারাটা শুরু করে দিয়ে যেতে চাই।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।