ঢাকাশনিবার , ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নৌ-ডাকাত লাদেন সরকার সিআইডির অভিযানে আটক

Hamidul Haque
মে ৩০, ২০২০ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : নৌপথে ডাকাত দলের সক্রিয় সদস্য রিপন সরকার লাদেন (৪০)কে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজার থেকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের সিআইডি।

শুক্রবার (২৯ মে) সিআইডির ইন্সপেক্টর গাজী মিজানুর রহমান এর নেতৃত্বে চাঁদপুরের মতলব উত্তরে একটি বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ডাকাত রিপন সরকার লাদেন (৪০) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার সুগন্ধি গ্রামের সুজা উদ্দিন সরকারের ছেলে।

সিআইডি সূত্রে জানা যায়, রিপন সরকার লাদেন ডাকাতি, জলদস্যু, চাঁদাবাজি, মাদক ব্যবসা’সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাÐের সাথে জড়িত। ডাকাত গ্রেফতারের ব্যাপারে সিআইডির ইন্সপেক্টর গাজী মিজানুর রহমান জানান, ২০২০ সালের ৭ জানুয়ারি বন্দর থানার একটি মামলা সিআইডি’র কাছে হস্তান্তর করা হলে চাঁদপুর জেলার মতলব উত্তরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত রিপন সরকার ওরফে লাদেনকে গ্রেফতার করি। নারায়ণগঞ্জের বন্দর থানায় ডাকাতি মামলার নং হলো ৭ (১)২০।

মিজানুর রহমান বলেন, নারায়নগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুললে আসামি রিপন সরকার লাদেন ডাকাতি, জলদস্যু, মাদক ব্যবসা’সহ সন্ত্রাসী বিভিন্ন কাজের সাথে সংযুক্ত স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দী প্রদান করে।

তিনি আসামীর ব্যাপারে বলেন, তারা ট্রলার যোগে নদী উপক‚ল এলাকা’সহ বসতবাড়ীতে ডাকাতি সংঘঠিত করে আসছিল। আমরা অপরাপর পলাতক আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।