ঢাকাশুক্রবার , ৩১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

নতুন রূপে ফিরছে ‘বেন ১০’, থাকছে চমক!

News Editor
অক্টোবর ১০, ২০২৫ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফিরছে শৈশব! কার্টুন নেটওয়ার্কের ইতিহাসে যে চরিত্রটি একসময় বাংলাদেশের শিশুদের কাছে ‘হিরো টাইম’-এর প্রতীক ছিল, সেই ‘বেন ১০’ এবার ফিরছে নতুন রূপে। তবে টিভিতে নয়, সম্পূর্ণ নতুন আঙ্গিকে কমিকস জগতে। মজার ব্যাপার এই যে, যারা প্রথমে এই কার্টুনটি তৈরি করেছিলেন, সেই মূল নির্মাতারাই এখন এই নতুন কমিকসটি বানাচ্ছেন।

সম্প্রতি এক প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশক ডিনামাইট এন্টারটেইনমেন্ট এই খবরটি নিশ্চিত করেছে। জানা গেছে, ‘বেন টেন’-এর মূল নির্মাতা ও প্রযোজনা সংস্থা ‘ম্যান অফ অ্যাকশন’ এর প্রতিষ্ঠাতা জো ক্যাসি নতুন এই কমিক সিরিজটি লিখবেন; আর কমিকসের ইলাস্ট্রেশনের দায়িত্বে থাকছেন জনপ্রিয় শিল্পী রবার্ট ক্যারি।

শুধু পুরোনো দর্শকদের খুশি করতেই নয়, বরং কমিকস জগতে একটি শক্তিশালী অবস্থান তৈরি করার লক্ষ্য নির্মাতাদের। তাই এই নতুন কমিক সিরিজটিকে পূর্বের ফ্র্যাঞ্চাইজিগুলোর চেয়ে বেশি অ্যাকশন-নির্ভর করা হবে। এছাড়াও চরিত্রগুলো অর্থাৎ- বেন টেনিসন, গোয়েন, গ্র্যান্ডপা ম্যাক্স এবং ক্লাসিক ওমনিট্রিক্স এলিয়েনদের নতুন রূপে দেখা যাবে।

তবে নির্মাতারা, মূল কাহিনি ও চরিত্রগুলোকে আধুনিকতার ছোঁয়ায় আকর্ষণীয় ভিজুয়াল দিয়ে উপস্থাপন করার মাধ্যমে ‘আলটিমেট বেন টেন’ হিসেবে তুলে ধরতে চান। তারা জানিয়েছেন, বেন ১০ তাদের হৃদয়ের খুব কাছের। গত ২০ বছর ধরে এটি তেমনই আছে; আমরা গ্যারান্টি দিচ্ছি, এটিই হবে বেন ১০-এর সেরা রূপ। যা বাজারের যেকোনো বড় মার্ভেল বা ডিসির মতো সিরিজের সাথে প্রতিযোগিতা করার ক্ষমতা রাখবে।

২০০৫ সালে যাত্রা শুরু করা এই কার্টুন সিরিজটি এবার নতুন এই কমিক সিরিজের মাধ্যমে কমিকস অনুরাগীদের মাঝে কী ধরনের সাড়া ফেলে, সেটাই এখন দেখার বিষয়। প্রকাশক ডিনামাইট এন্টারটেইনমেন্ট জানিয়েছে, এই কমিক সিরিজের প্রথম সংখ্যাটি ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে পারে।

সূত্র : আইএমডিবি, স্ক্রিনর‍্যান্টস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।