ঢাকাবৃহস্পতিবার , ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নতুন রূপে ‘ও টুনির মা’, মডেল হিসেবে সুবাহ

Hamidul Haque
মে ৬, ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক : ১৬ বছর পূর্বের ‘ও টুনির মা’ গানটির নতুন সংস্করণ প্রকাশিত হয়েছে। সে সময় প্রথম প্রকাশের পর গানটির অ্যালবাম দুই বাংলায় ব্যাপক জনপ্রিয়তা পায়। এবার নতুন করে প্রকাশিত এ গানটিতে মডেল হয়েছেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। গানটি মুক্তির পর দর্শক ও শ্রোতাদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছেন সুবাহ।

গানে সুবাহর সাথে আরো অভিনয় করেছেন শুভ্র ও রেবেকা। গানটি পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ।

‘ও টুনির মা তোমার টুনি কথা শোনে না’ ২০০৯ সালে প্রকাশিত একটি গান। গানটি রচনা করেন প্রমিত কুমার।

গানটি ২০০৯ সালে সিডি ক্যাসেট আকারে এবং ২০১৬ সালে সিএমভি মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। এটি সে সময়ে দুই বাংলায় জনপ্রিয় সুপারহিট অ্যালবামে পরিণত হয়। ১৬ বছর পর টুনির দ্বিতীয় গান প্রকাশ করলেন গায়ক।
গানটি নিয়ে হুমায়রা সুবাহ কালের কণ্ঠকে বলেন, “টুনির বিয়ের গানে মডেল হয়ে কাজ করা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা ছিল।

আমি খুবই খুশি এই কাজটা করে। এই গানটা আমি প্রথম শুনি ১৬ বছর আগে, তখন আমি একদম ছোট ছিলাম। আর আজ সেই গানেই নিজে ‘টুনি’ হয়ে দ্বিতীয় পর্বে মডেল হিসেবে কাজ করেছি—এটা ভাবতেই হৃদয়টা ভরে উঠছে। এত বছর পর নিজের ছোটবেলার গানের সঙ্গে এমনভাবে জড়িয়ে যাওয়া, ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেটাকে নতুনভাবে উপস্থাপন করা—এটা আমার জন্য অনেক গর্বের, অনেক আবেগের একটা মুহূর্ত। দর্শকরা দারুণ সাড়া দিচ্ছেন, সবাই পছন্দ করছেন গানটা এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।

ইনশাআল্লাহ সামনে আরো নতুন চমক নিয়ে আসছি।”

রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সুবাহর। প্রথম সিনেমা দিয়ে দর্শকের নজর কেড়েছেন এই চিত্রনায়িকা। মুক্তির অপেক্ষায় আছে তার আরও পাঁচটি সিনেমা। অভিনয়ের পাশাপাশি সুবাহ একজন কণ্ঠশিল্পী। ইতিমধ্যে তার বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।