ঢাকাশুক্রবার , ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতির পাহারাদার সামাদ-রিপন সাংবাদিক পরিচয়ে অপকর্মের অভিযোগ

News Editor
জুন ২৩, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় টিআর, কাবিখা, ৪০ দিনের কর্মসূচি ও উন্নয়ন তহবিলের প্রকল্পে চলমান দুর্নীতিকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে কিছু কথিত সাংবাদিকের কর্মকাণ্ড। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের আড়ালে সাংবাদিকতার ছদ্মবেশে দুর্নীতির পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছেন দুই ব্যক্তি—এম এ সামাদ ও নাজমুল হুদা রিপন।

জানা গেছে, জুলাই-আগস্টের কথিত “গণঅভ্যুত্থানের” পর এই দুই ব্যক্তি হঠাৎ করে সাংবাদিক পরিচয়ে সামনে আসেন। অভিযোগ রয়েছে, বিএনপির নাম ব্যবহার করে তারা হরিণাকুন্ডু প্রেসক্লাব দখল করেন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আঁতাত করে বিভিন্ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করছেন।

এই বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে ঝিনাইদহ প্রেস ইউনিটি-র সভাপতি সাহিদুল এনাম পল্লব হরিণাকুন্ডুর কয়েকটি প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। এর পরদিনই একটি অপরিচিত নাম্বার থেকে তাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়। অভিযোগ অনুযায়ী, হ‌রিনাকু‌ন্ডের প্রেসক্লা‌বের সভাপ‌তি ও সাধারণ সম্পাদক প‌রিচ‌লে সংবাদ সংগ্রহ কর‌তে আসা সাংবা‌দিক পল্লব‌কে হুম‌কি দি‌তে শোনা যায়।

তারা বলেন, “হরিণাকুন্ডুর সব প্রকল্প তারাই দেখভাল করেন, সাংবাদিকতা করতে হলে আমাদের অনুমতি নিতে হবে।”

সাধারণ সম্পাদক রিপন আরও দাবি করেন, তার পরিচয় জানতে হলে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের সঙ্গে যোগাযোগ করতে হবে।

তবে এই বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি স্পষ্ট ভাষায় বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না, দায়ও নেবে না। সাংবাদিকদের হুমকি বা বাধা দেওয়ার অধিকার কারও নেই। নির্ভয়ে দুর্নীতির সংবাদ প্রকাশ করুন।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।