অনলাইন ডেস্ক : কয়েক দিনের দাবদাহের পর স্বস্তি মিলেছে রাজধানীতে। আজ রবিবার (১১ মে) রাত ৮টা ২০ মিনিটে বৃষ্টি শুরু হলে নগরজীবনে কিছুটা প্রশান্তি আসে।
বৃষ্টির সঙ্গে বইছে শীতল বাতাস। রাত ৮টার দিকে মিরপুরে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
এরপর সাড়ে ৮টার দিকে বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ। রাতে কারওয়ান বাজার, বাংলামোটরসহ বিভিন্ন এলাকায় ঠাণ্ডা বাতাস বয়ে যাচ্ছে।
মিরপুরের এক বাসিন্দা জানিয়েছেন, গরমে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়েছে কয়েক দিন ধরে। ঘরেও থাকা যায় না।
ফ্যানের বাতাস থেকে মনে হচ্ছিল আগুন ঝরছে। এবার বৃষ্টিতে খুবই স্বস্তি লাগছে। আবহাওয়া খুব ঠাণ্ডা হয়েছে।
এর আগে রবিবার রাতে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে, ঢাকা ও আশপাশের কয়েক জেলাসহ দেশের ৮টি জেলায় রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবহাওয়া অধিদপ্তরের পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, আজ রাত ৮টা ৫ মিনিট থেকে রাত ১২টার মধ্যে ঢাকা, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও দিনাজপুর জেলার কিছু স্থানে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।