ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ এলামনাই এসোসিয়েশনের ২য় পুনর্মিলনী ও সাধারণ সভা অনুিষ্ঠত

0 5,234

বর্ণিল সব আয়োজনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ এলামনাই এসোসিয়েশনের ২য় পুনর্মিলনী ও সাধারণ সভা ২০১৯ অনুিষ্ঠত হয়েছে। শুক্রবার দিনব্যাপী এ আয়োজন করা হয়।অনুষ্ঠানকে সামনে রেখে ইসলামিক স্টাডিজ বিভাগে জমকালো আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।এলামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড: আব্দুর রশীদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড: আখতারুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ, শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর এমডি ও সিইও মোহাম্মদ শহিদুল ইসলাম এবং এনসিওর ল্যান্ডমার্ক লিমিটেড-এর এমডি শরীফ উদ্দিন আহমেদ। এছাড়া, অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক।অনুষ্ঠান স্থল এ বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে।সকলকে একসাথে পেয়ে সবাই তাদের খুশি ও ভাল লাগার কথা জানান।এ্যলামনাইয়ের পক্ষ থেকে এ বিভাগের গরীব ও মেধাবী ৫৪  জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়।অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক ড: আব্দুর রশীদ বলেন,”এই অনুষ্ঠান প্রবীন এবং নবীন ছাত্রদের মাঝে এক মেলবন্ধন তৈরি করে। ইসলামিক স্টাডিজ বিভাগ এলামনাই এসোসিয়েশন এই বিভাগের প্রাক্তন ছাত্রদের প্রানের সংগঠন,এই সংগঠনের মাধ্যমে প্রাক্তন ছাত্ররা একসাথে হবার সুযোগ পায়”।দিনভর নানা মনমাতানো আয়োজনের মধ্য দিয়ে চলে অনুষ্ঠান।সবাই তাদের পুরনো বন্ধুদের একসাথে পেয়ে আনন্দিত,আবার কেউ ফিরে গিয়েছিলেন সেই অতীতের আড্ডায়।সবার প্রত্যাশা নিয়মিত আয়োজন করা হোক এরকম অনুষ্ঠান।সকাল ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠান শুরু হয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান,আড্ডা,বিভাগ পরিদর্শন,র্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণের মধ্য দিয়ে শেষ সন্ধা ৭.৩০ টায়।

Leave A Reply

Your email address will not be published.