আসন্ন ডাকসু নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক মনোনীত সমাজসেবা সম্পাদক পদে প্রার্থী হয়েছেন আজিজুল হক।তিনি সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক, ফজলুল হক মুসলিম হল ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ও গাজীপুর জেলা ছাত্রকল্যান সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।তিনি বলেন,ডাকসু নির্বাচনে জয়ী হলে তিনি হলগুলোর আবাসিক সমস্যার সমাধান ও প্রত্যেক ছাত্রের জন্য একক সিটের ব্যবস্থা,হলের খাবারের মান ও পরিবেশ উন্নয়ন,ডিজিটাল লাইব্রেরি নির্মান, দরিদ্র ছাত্রদের বৃত্তির ব্যবস্থা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের বিশ্ববিদ্যালয় রূপে গড়ে তুলবেন।সাধারণ ছাত্রদের পক্ষে ছাত্রদের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার থাকবেন।তিনি ১১ মার্চ অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনে সকলের সমর্থন প্রত্যাশী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।