চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান

0 180

পিতার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আজিমপুর কবরস্থানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়।

চিরনিদ্রায় শায়িত হলেন অধ্যাপক আনিসুজ্জামান

তার ছেলে আনন্দ জামান জানান, সকাল ৯টার দিকে মারকাজুল ইসলামের স্বেচ্ছাসেবক দল আনিসুজ্জামানের মরদেহ আজিমপুর কবরস্থানে নিয়ে আসে। এরপর তারাই গোসল ও কাফন পরিয়ে মৃতদেহ দাফনের জন্য পস্তুত করে। পরে সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তাকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএসএইচ) চিকিৎসাধীন আবস্থায় মারা যান অধ্যাপক আনিসুজ্জামান। প্রথমে ধরে নেওয়া হয় তিনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। কিন্তু পরে রাতে জানা যায় তিনি নভেল করোনাভাইরাস আক্রান্ত ছিলেন। ফলে আনুষ্ঠানিকভাবে তাকে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও জানাজার সিদ্ধান্ত থেকে সরে আসে পরিবারের সদস্যরা।

তবে দাফনের আগে আনিসুজ্জামানকে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.