চার ক্লাবের লড়াই শেষে যে ডিফেন্ডারকে পেল রিয়াল মাদ্রিদ

0 1

অনলাইন ডেস্ক: ইউরোপীয় ফুটবলে ট্রান্সফার উইন্ডো শুরুর আগেই খেলোয়াড় বিকিকিনি নিয়ে তোড়জোড় শুরু করেছে জায়ান্ট ক্লাবগুলো। বর্তমান সময়ে সবচেয়ে চাহিদাসম্পন্ন তরুণ ফুটবলারদের একজন ডিফেন্ডিন হুইজসেন। মাত্র ১৯ বছর বয়সেই রক্ষণভাগে দক্ষতা প্রমাণ করে তিনি বিভিন্ন দলের নজর কেড়েছেন। হুইজসেনকে পেতে লড়াইয়ে নেমেছিল অন্তত চারটি ক্লাব। সেই লড়াইয়ে জয় হতে চলেছে রিয়াল মাদ্রিদের।

ইংলিশ গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ বলছে, প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথে খেলা ডিন হুইজসেন রিয়াল মাদ্রিদের সঙ্গে ৬ বছরের (২০৩০ সাল পর্যন্ত) চুক্তিতে সম্মতি দিয়েছেন। সান্তিয়াগো বার্নাব্যুতে নিতে এই ডিফেন্ডারের জন্য রিলিজ ক্লজ হিসেবে ৫০ মিলিয়ন ইউরো ঠিক করেছে রিয়াল। যা দেওয়া হবে তিন কিস্তিতে। এর বাইরে আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবার জন্যও রিয়াল মাদ্রিদ দর-কষাকষি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ‘মার্কা’।

দলবদল বিষয়ক প্রখ্যাত ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও একই তথ্য জানিয়েছেন। তার মতে– রিয়ালের সঙ্গে ৫০ মিলিয়ন ইউরোতে সম্মত হওয়ার পর হুইজসেন গতকাল লন্ডনে মেডিক্যাল পরীক্ষাও সেরে ফেলেছেন। এর আগে এই স্প্যানিশ সেন্টারব্যাক মালাগার বয়সভিত্তিক দলে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত খেলেছেন। এরপর পেশাদার ফুটবলে হুইজসেনের অভিষেক হয় ইতালিয়ান ক্লাব জুভেন্তাসে। ফলে প্রথমবার লা লিগায় খেলতে যাচ্ছেন ১৯ বছর বয়সী এই ডিফেন্ডার।

হুইজসেন মূলত রিয়ালের নতুন কোচ জাবি আলোনসোর প্রধান টার্গেটে ছিলেন। চলতি মৌসুমে ডিফেন্স নিয়ে বেশ ভুগতে হয়েছে কার্লো আনচেলত্তির সাবেক হতে যাওয়া ক্লাবটিকে। সে কারণে নতুন মৌসুমের আগেই ডিফেন্স লাইনআপ শক্ত করতে তারা উঠেপড়ে লাগে। অনেকদিন গুঞ্জনের শীর্ষে থাকা ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ডকে ফ্রি-এজেন্ট হিসেবে লিভারপুল থেকে নিয়ে আসছে রিয়াল। তার সঙ্গে কেবল আনুষ্ঠানিক চুক্তি বাকি। এরপর দ্বিতীয় ডিফেন্ডার হিসেবে সেই তালিকায় যুক্ত হচ্ছেন হুইজসেন।

তাকে দলে ভেড়াতে রিয়ালের সঙ্গে লড়াইয়ে নেমেছিল লিভারপুল, আর্সেনাল ও চেলসি। আগামী মাসেই বসছে ক্লাব বিশ্বকাপের ম্যারাথন আসর। সে কারণে মাদ্রিদও তাকে পেতে সর্বোচ্চটা দেবে সেটা জানাই ছিল। এর আগে ২০২৪ সালের গ্রীষ্মে ছয় বছরের চুক্তিতে বোর্নমাউথ হুইজসেনকে কিনে নেয় ১৫ মিলিয়ন ইউরোতে। জুভেন্তাসের হয়ে তিনি পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করলেও তিনি ইতালির সিরি আ’য় মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান। তাকে ধারে পাঠিয়ে দেওয়া হয় রোমায়। এরপর বোর্নমাউথে ফিরে রীতিমতো ঝলক দেখান হুইজসেন।

Image

প্রসঙ্গত, চলতি মৌসুমে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে ২৫ ম্যাচে ছিলেন শুরুর একাদশে। নিজে গোল করেছেন ৩টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১টি। ৮৪ শতাংশ পাসিং অ্যাকুরিসি এবং প্রায় ৫০ শতাংশ লং বল অ্যাকুরিসি আছে তার। ট্যাকল সফলভাবে করেছেন ৭২ শতাংশেরও বেশি সময়। এমন একজন ডিফেন্ডারকে লম্বা সময়ের জন্য হাতছাড়া করতে নারাজ ছিল রিয়ালসহ ইউরোপের বড় ক্লাবগুলো।

Leave A Reply

Your email address will not be published.