ঢাকাশনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

চারদিনের যুদ্ধে ভারতের বিপক্ষে ‘জিতেছে’ পাকিস্তান : মার্কিন কমিশনের তথ্য

নিউজ ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: চলতি বছরের মে মাসে ভারতের বিরুদ্ধে চারদিনের যুদ্ধে পাকিস্তান সফল বা জয়ী হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের একটি কমিশন।

বার্তাসংস্থা আনাদোলু বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, এই কমিশন তাদের প্রতিবেদন কংগ্রেসের কাছে হস্তান্তর করেছে। কমিশনটি ভারত-পাকিস্তান যুদ্ধ পর্যালোচনা এবং এতে চীনের ভূমিকা নিয়ে তদন্ত করেছে।

‘দ্য ইউএস-চায়না ইকোনোমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন ২০২৫’ নামের এ কমিশনটি তাদের বার্ষিক প্রতিবেদনে বলেছে, ভারত-পাকিস্তানের মে মাসের যুদ্ধ গত ৫০ বছরের মধ্যে দুই দেশের মধ্যে সবচেয়ে তীব্র লড়াই ছিল।

গত এপ্রিলে ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হন। এর পেছনে পাকিস্তানের হাত আছে দাবি করে ৭ মে পাকিস্তানে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা হামলা শুরু করে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ যুদ্ধে গত ৫০ বছরের মধ্যে দুই দেশ একে-অপরের সবচেয়ে গভীরে হামলা চালিয়েছে।

তারা বলেছে, চীনা অস্ত্র ব্যবহার করে পাকিস্তান এ সামরিক সংঘাতে সফলতা পেয়েছে। এরমাধ্যমে চীনা অস্ত্রের কার্যকারিতাও ফুটে উঠেছে।

এছাড়া এই যুদ্ধের সময় পাকিস্তান চীনের দেওয়া গোয়েন্দা তথ্য ব্যবহার করেছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে। যদিও পাকিস্তান এখন পর্যন্ত বেইজিংয়ের তথ্য ব্যবহারের কথা স্বীকার করেনি।

এদিকে ভারতের বিরুদ্ধে এ যুদ্ধে চীনা জে-১০ যুদ্ধবিমান, পিএল-১৫ এয়ার টু এয়ার মিসাইল এবং এইচকিউ-৯ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে পাকিস্তান। এরমাধ্যমে সরাসরি কোনো যুদ্ধে চীনের এসব অস্ত্র পরীক্ষার সুযোগ তৈরি হয়।

এছাড়া চীন পাকিস্তানের মোট সামরিক অস্ত্রের ৮২ শতাংশ সরবরাহ করে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এ কমিশন।

সূত্র: আনাদোলু

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।