চট্টগ্রাম প্রতিদিনের কনটেন্ট ক্রিয়েটর ম্যানেজার হলেন শৈবাল

0 219

চট্টগ্রাম প্রতিনিধি: দৈনিক চট্টগ্রাম প্রতিদিন পত্রিকার ডিজিটাল ভার্সনের “ম্যানেজার কনটেন্ট ক্রিয়েটর” হিসেবে যোগদান করেছেন সিনিয়র ভিডিও সম্পাদনকারী ইমরোজ শাহেদ শৈবাল।

দৈনিক চট্টগ্রাম প্রতিদিনের ডিজিটাল ভার্সনের “ম্যানেজার কনটেন্ট ক্রিয়েট” ইমরোজ শাহেদ শৈবাল বলেন, আমি বীর মুক্তিযোদ্ধার সন্তান । বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশ উপহার দিয়েছেন আর আমরা এই ডিজিটাল প্ল্যাটফর্ম্ ব্যবহার করে, চট্টগ্রাম প্রতিদিন ডিজিটাল ভার্সনের মাধ্যমে বাংলা ও বাঙ্গালীর ঐতিহ্য বিশ্বদরবারে তুলে ধরবো । সময়ের সাথে তাল মেলাতেই আমি চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছি এই ডিজিটাল প্ল্যাটফর্ম। এছাড়া ভবিষ্যতে ডিজিটাল প্লাটফর্ম একটি নবযুগের সূচনা ঘটাবে।

ইমরোজ শাহেদ শৈবাল টিভি ক্যারিয়ার শুরু করেন ২০১০ সালে। তিনি বেশ কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের বার্তা বিভাগের ভিডিও সম্পাদনকারী হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি সময় টেলিভিশন, এসএ টিভি, দীপ্ত টিভি , বাংলা টিভি, গ্লোবাল টিভি, বিবিসি ওয়াল্ড সার্ভিস ট্রাস্ট, সিএনআই এ কাজ করেছেন ।

Leave A Reply

Your email address will not be published.