গাজীপুর কাপাসিয়াঃ গাজীপুরের কাপাসিয়া উপজেলা দস্যু নারায়নপুরে করোনা ভাইরাস সংক্রমণের কারণে সরকারী নির্দেশ অমান্য করার অপরাধে ৯ জনকে ১০ হাজার টাকা জরিমানা।
মঙ্গলবার (১৯ মে) বিকালে উপজেলা দস্যু নারায়নপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয় জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ইসমত আরা জানান সরকারী নির্দেশ অমান্য করে এক উপজেলা থেকে অন্য উপজেলায় ঢোকার অপরাধে নয় জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।