ঢাকাসোমবার , ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

গত বিপিএলের পুনরাবৃত্তি চান না মিকি আর্থার

News Editor
ডিসেম্বর ২২, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

বিপিএলের গত আসরে প্রথম ৮ ম্যাচ জিতে শিরোপার দৌড়ে বেশ এগিয়ে ছিল রংপুর রাইডার্স। তবে পরের ৫ ম্যাচে হারের ফলে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। এবার বিপিএল শুরুর দিন পাঁচেক আগেই রংপুর রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন প্রধান কোচ মিকি আর্থার। আসন্ন আসরে গত বিপিএলের পুনরাবৃত্তি চান না বলে জানিয়েছেন তিনি। 

আজ (সোমবার) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে রংপুর। সেখানে হারের পর রংপুরের পারফরম্যান্স উন্নত করতে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন আর্থার, ‘আপনি সব সময়ই চাইবেন প্রথম থেকে প্রতিটি ম্যাচে জয় পেতে। গত বছর আমরা প্রথম আটটি ম্যাচে অপরাজিত ছিলাম, কিন্তু এরপর আর কোনো ম্যাচে জিততে পারিনি। আমরা যেন খাদের কিনারায় পড়ে যাই। এ বছর অবশ্যই এমন কিছু চাই না। ম্যানেজমেন্ট হিসেবে আমরা বসে আলোচনা করব যে গতবার কেন এমনটা হয়েছিল এবং এবার যেন তার পুনরাবৃত্তি না হয়।’

রংপুর রাইডার্স আর্থারের হৃদয়ের খুব কাছের, ‘আমি এই ফ্র্যাঞ্চাইজি খুব পছন্দ করি। এটি একটি চমৎকার ফ্র্যাঞ্চাইজি। এখানকার মানুষগুলো অসাধারণ এবং মালিকপক্ষ থেকে শুরু করে ম্যানেজমেন্ট– সবার সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। এটি খুব সুন্দরভাবে পরিচালিত এবং সুসংগঠিত। এর অংশ হতে পেরে আমি গর্বিত।’

দলের সবাই ভালো খেলতে চায় বলেও দাবি রংপুরের প্রধান কোচের, ‘আশা করি কাউকে খুব একটা বাদ দিতে হবে না, কারণ তারা পারফর্ম করবে। এটি কেবল খেলোয়াড়দের সামলানোর ব্যাপার। এতে কোনো সমস্যা নেই, সবাই দারুণ মানুষ এবং দুর্দান্ত খেলোয়াড়। আমি বিশ্বাস করি তারা সবাই এখানে একটি সাধারণ উদ্দেশ্য নিয়ে এসেছে– রংপুরের হয়ে ভালো খেলা। এটাই আমার কাছে প্রধান বিষয়।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।