ঢাকাশনিবার , ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ৩ বাংলাদেশি নিহত, নিখোঁজ ৫

স্টাফ রিপোর্টার
মার্চ ১৫, ২০১৯ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিউজ ট্রেইলার :  ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডে বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারা।

দূতাবাসের অনারারী কনসাল শফিকুর রহমার ভুইয়া জানিয়েছেন, নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশির পরিচয় সম্পর্কে তাঁরা এখন পর্যন্ত নিশ্চি হয়েছেন। নিহতদের একজন ড. আবদুস সামাদ, যিনি স্থানীয় লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। এর আগে তিনি বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন। আরেকজন হলেন মিসেস হোসনে আরা বেগম। পরে আরেকজনের মৃত্যুর খবর জানানো হয়। তবে তার পরিচয় জানা যায়নি।এছাড়া মসজিদে হামলার ঘটনায় অন্তত পাঁচজন বাংলাদেশি আহত অবস্থায় রয়েছে। তিনজন এখনও নিখোঁজ। নিখোঁজদের মধ্যে ড. সামাদের স্ত্রীও রয়েছেন। ওই মসজিদে তারা নামাজ পড়ছিলেন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানান কনসাল শফিকুর। তবে নিউজিল্যান্ডের সরকার বা পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশি দূতাবাসকে কিছু জানায়নি বলেও তিনি উল্লেখ করেন।এদিকে ক্রাইস্টচার্চে বসবাসরত ৩২ বছর বয়সী বাংলাদেশি জাকারিয়া আহমেদ ঐ মসজিদে নামায পড়তে গিয়েছিলেন। এখনো পর্যন্ত তার খোঁজ পাননি তার রুমমেটরা। তার রুমমেট তৌহিদুল ইসলাম বিবিসি জানিয়েছেন, অসুস্থ থাকায় আজকে জাকারিয়া ভাই কাজে যান নাই। দুপুরে নামায পড়তে গেছেন, কিন্তু এখনো আমরা তার কোন খবর পাই নাই। হাসপাতালে জরুরি বিভাগে ফোন করে জেনেছি উনি হাসপাতালে আছে। কিন্তু ভাই হাসপাতালে আহত অবস্থায় আছে না মারা গেছে জানতে পারি নাই এখনো।এদিকে আজ দুপুরে সিলেটের শাহ আমানত বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। নিউজিল্যান্ডে বাংলাদেশের কোনো দূতাবাস না থাকায় সরাসরি কোনো তথ্য পাওয়া যাচ্ছে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডে আমাদের কোনো মিশন নেই। অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বাংলাদেশি দূতাবাসের হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে।প্রসঙ্গত, শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল নূর ও লিনউড মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বেলা দেড়টার দিকে মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের ওপর গুলি ছুড়ে এক বন্দুকধারী। এতে ৩ বাংলাদেশিসহ অন্তত ৪৯ জন নিহত হয়েছেন।নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার দুপুরে হ্যাগলি ওভাল মাঠে অনুশীলন শেষে আল নুর মসজিদেই নামাজ পড়তে গিয়েছিলেন। ক্রিকেটাররা মসজিদে প্রবেশের আগেই গোলাগুলির খবর পেয়ে তড়িঘড়ি নিরাপদে চলে আসেন। এই ঘটনায় নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় টেস্ট বাতিলেত পর ক্রিকেটারদেরও দ্রুত দেশে ফেরানোর খবর দিয়েছেন বিসিবি প্রধান।


এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।