ঢাকাশুক্রবার , ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে সাংবাদিকদের সঙ্গে শেখ সাদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

News Editor
জুন ১৮, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ
Link Copied!

কুমারখালীতে সাংবাদিকদের সঙ্গে শেখ সাদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমারখালীতে সাংবাদিকদের সঙ্গে শেখ সাদীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমারখালীতে সাংবাদিকদের সঙ্গে শেখ সাদী এক মতবিনিময় সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির অবস্থান ও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে আলোচনা করেছেন।
১৮ জুন (বুধবার) সন্ধ্যা ৭টায় কুষ্টিয়া জেলার কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সাংবাদিকরা।
কুমারখালীতে সাংবাদিকদের সঙ্গে শেখ সাদী বলেন,

“যিনি দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়েও বাংলাদেশের জনগণের আশার আলো হয়ে উঠেছেন, তাঁর নাম তারেক রহমান। তিনি কেবল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন, তিনি ভবিষ্যৎ বাংলাদেশের রূপকার হিসেবেও বিবেচিত।”

তিনি আরও বলেন,

“তারেক রহমানের পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কেবল মহান স্বাধীনতার ঘোষক ছিলেন না, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তাঁর ১৯ দফা দেশের রাজনৈতিক দর্শনে যুগান্তকারী অবদান রেখেছে।”

শেখ সাদী তাঁর রাজনৈতিক জীবন প্রসঙ্গে বলেন,

“আমি ৩০ বছর ধরে রাজনীতি করে আসছি। যারা আমাকে হাইব্রিড নেতা বলেন, তারা আমার ইতিহাস জানে না। আমি সবসময় দলের আদর্শে, নেতৃত্বে ও লড়াইয়ে পাশে ছিলাম এবং আছি।”

তিনি বিএনপির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন,

“বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে ভিন্নমত থাকতেই পারে, তবে তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা সবাই একসঙ্গে কাজ করছি। কিছু বিভ্রান্তিমূলক প্রচারণা দলের বাইরে থেকে ছড়ানো হচ্ছে।”

কুমারখালীতে সাংবাদিকদের সঙ্গে শেখ সাদী এ সময় আশাবাদ ব্যক্ত করে বলেন,

“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনশাআল্লাহ কুষ্টিয়া জেলার প্রতিটি আসনে বিএনপি বিজয়ী হবে। আমি এ কথা তারেক রহমানকেও জানিয়েছি।”

তিনি বলেন,

“দেশের মানুষ পরিবর্তন চায়। তাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বিএনপি প্রস্তুত।”

সভায় রাজনৈতিক কর্মীদের উদ্দেশে শেখ সাদী আহ্বান জানান—তারা যেন স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করে এবং জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ায়।

সভায় আরও উপস্থিত ছিলেন:

  • জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম মোহাম্মদ

  • উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান

  • পৌর বিএনপির সভাপতি মনোয়ার হোসেন

  • সাবেক ইউপি চেয়ারম্যান রুনা রহমান

  • উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ

  • উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এই মতবিনিময় সভা কেবল একটি রাজনৈতিক আয়োজনই ছিল না, বরং এটি ছিল ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা নিয়ে জনমত গঠনের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।