এমি মার্টিনেজের চোখে বিদায়ের ইঙ্গিত, সামনে ৩ ক্লাবের প্রস্তাব

0 1

টটেনহ্যামকে ২-০ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী মৌসুমে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে অ্যাস্টন ভিলা। তাদের পুরো মনোযোগ এখন সেদিকেই হওয়ার কথা, তবে আলোচনার কেন্দ্র দখল ‍করেছেন ক্লাবটির আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কারণ সর্বশেষ ম্যাচ শেষেই দর্শকদের উদ্দেশ্যে তার ইশারা-ইঙ্গিত বিদায়ের বার্তা কি না সেই গুঞ্জন শুরু হয়েছে। চলতি মৌসুমে সেটাই ছিল ঘরের মাঠ ভিলা পার্কে তাদের শেষ ম্যাচ।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ বলছে, উনাই এমেরির অ্যাস্টন ভিলা ছাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে দিবু মার্টিনেজের। যদিও এক বছর আগে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত নতুন চুক্তি করেছিলেন। তবে নিজের অবস্থান থেকে সরে আসতে পারেন আর্সেনালের সাবেক এই গোলরক্ষক। এমিকে কেন্দ্র করে আসা প্রস্তাব নিয়ে নাকি বার্মিংহামের ক্লাব অ্যাস্টন ভিলাও বেশ আগ্রহী।

প্রতিবেদনে বলা হয়– সৌদি আরব থেকে একটি প্রস্তাব পেয়েছেন মার্টিনেজ। ইউরোপের বড় ক্লাবের পক্ষ থেকে আরও দুটি প্রস্তাব এসেছে। তবে এই মুহূর্তে তার জন্য প্রস্তাবিত ক্লাবের টাকার অঙ্ক কিংবা আরও বিস্তারিত তথ্য জানা যায়নি। সেটি জানা না গেলেও, এতটুকু নিশ্চিত যে এমি মার্টিনেজ সৌদি আরবের লিগে এখনই যাবেন না। কারণ ৩২ বছর বয়সী এই গোলরক্ষকের ক্যারিয়ার এখনও চূড়ান্ত সীমায় পৌঁছে যায়নি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক ইতোমধ্যে দুটি ইয়াসিন ট্রফি এবং ২০২২ সালে ফিফার সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন। তাতেই মার্টিনেজ যে প্রিমিয়ার লিগ ছেড়ে তুলনামূলক নিম্ন সারির কোনো লিগে যোগ দেবেন না সেই যুক্তি দেখিয়েছে টিওয়াইসি স্পোর্টস। বিশেষ করে ২০২৬ বিশ্বকাপে খেলার প্রস্তুতি হিসেবে বড় প্রতিযোগিতায় থাকা উপযুক্ত মার্টিনেজের জন্য।

অন্যদিকে, ইংলিশ গণমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ ও ‘মেইল স্পোর্টস’–এর তথ্যমতে, এমি মার্টিনেজের বিকল্প খোঁজা শুরু করেছে অ্যাস্টন ভিলা। তারা নতুন করে স্কোয়াড সাজাতে চায়। সবমিলিয়ে দলে অন্তত তিনটি পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। এস্পানিওলের স্প্যানিশ গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে ভিলা। যেখানে তার রিলিজ ক্লজ ২৫ মিলিয়ন ইউরো।

গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছিল অ্যাস্টন ভিলা। সেই ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে দর্শকদের অভিবাদনের জবাব দেন এমি মার্টিনেজ। ২০২০ সালে আর্সেনাল ছেড়ে ভিলায় যোগ দিয়ে ২১১ ম্যাচ খেলা এই তারকার ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হয় কোচ এমেরির কাছে। অস্পষ্টতা রেখেই জবাবে ভিলা কোচ জানান, ‘এটি আমরা ভবিষ্যতে দেখতে পাব। অবশ্যই এই মৌসুমে এটি ঘরের মাঠে আমাদের শেষ ম্যাচ এবং আমি জানি না (এরপর কী ঘটবে)। আমরা দল ও এখানে থাকা খেলোয়াড়দের ভবিষ্যতে কী হয় সবাই দেখব। তার আগপর্যন্ত তার মাঠে নিজের সেরাটা দিয়ে যাচ্ছে।’

Leave A Reply

Your email address will not be published.