আন্তর্জাতিক ডেস্কঃ দখলদার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। চলতি সপ্তাহে লোহিত সাগরে দুটি বিশালাকৃতির ট্যাংকার জাহাজ ডুবিয়ে দেয় হুতিরা। এরমধ্যেই ইসরায়েলি বিমানবন্দর লক্ষ্য করে হামলার চেষ্টা চালাল তারা।
ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বৃহস্পতিবার (১০ জুলাই) জানিয়েছেন তারা ‘গুণগত সামরিক অভিযান’ চালিয়েছেন।
দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার আগে ভূপাতিত করা হয়েছে।
অপরদিকে সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, হুতিরা ইটার্নিটি-সি নামের একটি জাহাজের ছয় ক্রুকে জিম্মি করে নিয়ে গেছে। গত সোমবার এ জাহাজটিতে হুতিরা হামলা চালায়। এতে চার নাবিকের মৃত্যু হয়।
জাহাজটি হামলার পর মঙ্গলবার ডুবে যায়। এতে মোট ২৫ জন ক্রু ছিলেন। যারমধ্যে কয়েকজনকে সাগরে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করা হয়। এই ক্রুদের ১১ জন এখনো নিখোঁজ আছেন। যাদের অন্তত ছয়জনকে আটক করে নিয়ে গেছে হুতিরা।
হুতি মুখপাত্র জানিয়েছেন, কয়েকজন ক্রুকে তারা উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে গেছেন। যাদের নিরাপদ স্থানে রাখা হয়েছে।
হুতিরা ম্যাজিক সিস নামের একটি জাহাজ ডুবিয়ে দেওয়ার পরপরই ইটার্নিটি-সি তে হামলা চালায়। এতে মাত্র কয়েকদিনের ব্যবধানে দুটি বড় বড় জাহাজ ডুবির ঘটনা ঘটে। হুতিরা জানিয়েছে, এই জাহাজগুলো দখলদার ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করছিল।
হুতিরা ২০২৩ সালের নভেম্বরে প্রথম জাহাজ লক্ষ্য করে হামলা চালানো শুরু করে। ওই সময় তারা প্রায় ১০০টি জাহাজে হামলা চালায়। দখলদার ইসরায়েল যেন ফিলিস্তিনের গাজায় বর্বরতা বন্ধ করে সেটি নিশ্চিতে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের এ সশস্ত্র গোষ্ঠী।
সূত্র: আলজাজিরা, রয়টার্স

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                        
                         
                                     
                                 
                                 
                                 
                                