ঢাকাশনিবার , ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা নিয়ে আলজেরিয়ার সন্তোষ প্রকাশ

মো হামিদুল হক মিশু
জুন ১৫, ২০২৫ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সঙ্গে সাক্ষাৎ করে দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা তার পরিপয়পত্র পেশ করেছেন।

গত ১২ জুন আলজিয়ার্সে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে পরিচয়পত্র পেশ করেন রাষ্ট্রদূত নাজমুল হুদা।

আলজিয়ার্সের বাংলাদেশ দূতাবাস জানায়, আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে উষ্ণ অভিনন্দন জানান এবং আলজিয়ার্সে তার দায়িত্ব পালনকালে সম্ভাব্য সব সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন। তাদের মধ্যে হওয়া আলোচনায় মন্ত্রী আত্তাফ বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করেন এবং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীরএবং প্রাণবন্ত করার জন্য বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, বৈজ্ঞানিক সহযোগিতা, ক্রীড়া ইত্যাদি ক্ষেত্রে অব্যবহৃত সম্ভাবনা কাজে লাগানোর জন্য সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন।

আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচির সাফল্য কামনা করেন। তিনি ওআইসি, ন্যাম এবং জাতিসংঘের মতো বহুপাক্ষিক ফোরামে দুই দেশের মধ্যে প্রশংসনীয় সহযোগিতার প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং পারস্পরিক শ্রদ্ধা ও চেতনায় সহযোগিতার গতি বজায় রাখার জন্য তার আশাবাদ ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত নাজমুল হুদা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির গুরুত্বের ওপরও জোর দেন এবং আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তিনি গত ৪ ফেব্রুয়ারি আলজিয়ার্সে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিতীয় পররাষ্ট্রসচিবের পর্যায়ের সভা অনুষ্ঠানের জন্য আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গতিশীল করে তুলেছে।

রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় করার জন্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার আমন্ত্রণে আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের কথা স্মরণ করিয়ে দেন। মন্ত্রী ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে নিকট ভবিষ্যতে পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেন। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি আলজেরিয়ার দৃঢ় সমর্থনের জন্য রাষ্ট্রদূত আত্তাফকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে, আলজেরিয়া রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মিয়ানমারে দ্রুত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণভাবে প্রত্যাবর্তনের জন্য তার সমর্থন আরও জোরদার করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।