ঢাকাশনিবার , ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আজ ৭ জেলায় নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত জারি

Hamidul Haque
জুলাই ৮, ২০২৫ ৫:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদনঃ দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি জেলার ওপর দিয়ে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সঙ্গে হতে পারে বজ্রসহ বৃষ্টি। এসব এলাকায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

এ অবস্থায় এসব অঞ্চলের নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আবহাওয়ার পরিস্থিতি যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। নদীপথে চলাচলরত নৌযানগুলোকে বিশেষভাবে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

⛈️ ঝুঁকিপূর্ণ এলাকা
বিশেষ করে উপকূলীয় জেলা পটুয়াখালী, বরিশাল ও কক্সবাজারে ঝড়ো হাওয়া ও বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর। এসব অঞ্চলে নদী পথে যাতায়াতকারী ছোট ও মাঝারি নৌযানকে প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে।

কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলেও সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগেই সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা থেকে শুরু করে জোয়ারের পানি বৃদ্ধির বিষয়টিও মাথায় রাখতে বলেছে স্থানীয় প্রশাসন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।