উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে সারা দেশে আগামী পাঁচদিন বজ্রসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস আরও জানায়, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময়ে সারা দেশে তাপমাত্রা কমতে পারে। এছাড়া আগামী দুইদিন সারা দেশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
এদিকে, মঙ্গলবার দিবাগত রাত এবং বুধবার ভোরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড় বয়ে গেছে। রাতভর বৃষ্টিতে নাকাল রাজধানীবাসীকে ভোর বেলায় আবারও পড়তে হয় ঝড়ো হওয়া ও বৃষ্টির কবলে। টানা বৃষ্টিতে নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে তৈরি হয় জলজট।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।