বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের নিলামে চোখ ক্রিকেটবিশ্বের। যেখানে নিজ দেশের কোন ক্রিকেটার কত পারিশ্রমিকে দল পাচ্ছেন তা নিয়ে ভক্তদের বেশ আগ্রহ থাকে। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ২০২৬ আইপিএলের মিনি নিলামে সর্বোচ্চ দামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে (১২ কোটি ৩৭ লাখ টাকা) দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে আইপিএলের নিলামে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে দল পাওয়ার রেকর্ড ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। তাকেও দলে নিয়েছিল বলিউড বাদশা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি কলকাতা। ২০০৯ আসরে মাশরাফিকে তারা ৬ লাখ ডলারে কিনেছিল। বর্তমান বাজারমূল্যের হিসাবে ৫ কোটি ৪৫ লাখ রুপি পারিশ্রমিক ছিল তার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭ কোটি ৩৩ লাখ টাকা। মাশরাফিকে ছাড়িয়ে আইপিএলের নিলামে সর্বোচ্চ দামে দল পাওয়ার রেকর্ড গড়লেন মুস্তাফিজ। এর আগে আইপিএলে বাঁ–হাতি এই কাটার মাস্টার সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছিলেন। ২০১৮ আসরে ফিজকে ওই দামে কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এ ছাড়া বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সর্বোচ্চ ২ কোটি ৮০ লাখ রুপিতে ২০১৫ আইপিএলে খেলেছিলেন কলকাতার হয়ে। সবমিলিয়ে ৯টি আসরে খেলা সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার অবশ্য আইপিএলের বর্তমান নিলামের সংক্ষিপ্ত তালিকা থেকেই বাদ পড়েন। মুস্তাফিজ এবারই প্রথম কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে জড়াবেন। তবে আইপিএলে এটি তার ষষ্ঠ দল। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসে খেলেছেন বাংলাদেশের ৩০ বছর বয়সী এই পেসার। আইপিএলের সর্বশেষ আসরে দিল্লিতে বদলি ক্রিকেটার হিসেবে যোগ দিয়েছিলেন মুস্তাফিজ। ৩ ম্যাচ খেলে দল বাদ পড়ায় তাকে আর আসরটিতে দেখা যায়নি। এবারের মিনি নিলামেও ২ কোটি ভিত্তিমূল্যের এই তারকার জন্য দিল্লিই প্রথমে বিড করে। নিলামে মুস্তাফিজকে পেতে দিল্লির সঙ্গে চেন্নাই সুপার কিংসের লড়াই চলছিল। চেন্নাই ৫ কোটি ৪০ লাখ রুপি পর্যন্ত ডাক দিয়ে লিডিং পজিশনে ছিল, চলমান বিডে আচমকা ঢুকে পড়ে অভিষেক নায়ারের কলকাতা। দর কষাকষির একপর্যায়ে ৯.২০ কোটি রুপি পর্যন্ত ওঠার পর হাল ছেড়ে দেয় চেন্নাই। মূলত পকেটে খুব বেশি টাকা না থাকায় এর বেশি আগাতে পারেননি স্টিফেন ফ্লেমিংরা। ফলে প্রথমবার কলকাতার স্কোয়াডে যুক্ত হলেন মুস্তাফিজ। জাতীয় দল কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে টি-টোয়েন্টির ডেথ বোলিংয়ে মুস্তাফিজ আস্থার নাম। সংক্ষিপ্ত ফরম্যাটে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩০৮ ম্যাচে ৭.৪৩ ইকোনমিতে ৩৮৭ উইকেট শিকার করেছেন এই তারকা পেসার। আইপিএলে ৫টি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ৬০ ম্যাচ, যেখানে ৮.১৩ ইকোনমিতে নিয়েছেন ৬৫ উইকেট।
