ঢাকামঙ্গলবার , ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. চট্টগ্রাম
  14. চাকরীর খবর
  15. জনদূর্ভোগ
আজকের সর্বশেষ সবখবর

অগ্নিকাণ্ডের পর শিল্পীর পাশে বাম জোট

Hamidul Haque
মে ২৬, ২০২৫ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি : ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের রঘুনাথপুর নাটাবাড়িয়ায় নাট্যশিল্পী প্রশান্ত হাওলাদারের বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝিনাইদহ জেলা বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ।

গতকাল রোববার (২৫ মে) সশরীরে ঘটনাস্থলে গিয়ে পরিবারটির খোঁজখবর নেন বাম জোট নেতারা। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক কমরেড সাহিদুল এনাম পল্লব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের জেলা সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড স্বপন কুমার বাগচী, সিপিবি নেতা আবু তৈয়ব অপু, বাসদের নেতা আব্দুল্লাহ আল মামুন ও বিপ্লবী যুবমৈত্রীর নেতা জনি ইসলাম প্রমুখ।

বাম নেতৃবৃন্দ ঘটনাটিকে গভীর উদ্বেগজনক ও সন্দেহজনক উল্লেখ করে নিন্দা জ্ঞাপন করেন এবং দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও তারা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে থাকার অঙ্গীকার করেন।

প্রশান্ত হাওলাদার জানান, গত বৃহস্পতিবার আনুমানিক রাত ২টার দিকে তার বসতঘরের পাশে টিনের ছাওনির ঘরে বিচালির গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিবারটি ঘুমিয়ে থাকলেও পাশের বাড়ির লোকজন আগুন দেখে চিৎকার করে তাদের জাগিয়ে তোলে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে স্টোররুম ও গোয়ালঘরের পাশের অংশে। আগুনে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, এ ঘটনার আগেও তাদের বাড়িতে একাধিকবার ইটপাটকেল নিক্ষেপ, রান্নাঘরের জানালায় মল নিক্ষেপের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। তবে তিনি দাবি করেন, প্রতিবেশীদের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে এবং অগ্নিকাণ্ডের সময় প্রতিবেশীরাই সর্বাত্মক সহযোগিতা করেছেন।

ঘটনার পর কালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঝিনাইদহের পুলিশ সুপার মঞ্জুর মোর্শেদ ও অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করে নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

প্রশান্ত হাওলাদার ও তার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন, আবারও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।