ঢাকাশনিবার , ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে এতিম শিশুদের জন্য ৩৩ লাখ ২৪ হাজার টাকার অনুদান

News Editor
জুন ২৬, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরের সদরপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ক্যাপিটেশন প্রাপ্ত ১৩টি এতিমখানার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ৩৩ লক্ষ ২৪ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬জুন) সকালে উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা তার নিজ কার্যালয়ে এতিমখানার প্রতিনিধিদের কাছে এ চেক হস্তান্তর করেন।

চেক বিতরণকালে ইউএনও জানান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যাপিটেশনপ্রাপ্ত এতিমখানার সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিন্ত করতে ধারবাহিকভাবে এই অনুদান প্রদান করছে, যাতে তারা শিক্ষার মুল স্রোতে সম্পৃক্ত হতে পারে। শিশুদের জন্য প্রতিমাসে ২ হাজার করে বছরে ২৪ হাজার টাকা বরাদ্দ প্রদান করে থাকে।
সদরপুর উপজেলায় এতিমখানার দায়িত্বশীলদের উদ্দেশ্যে ইউ এন ও আরো বলেন, প্রকৃত এতিম, দুঃস্থ, অনাথ, অসহায় ও সুবিধবঞ্চিত শিশুদের প্রতিপালনে যাতে এই অর্থ ব্যয় হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জেল হোসেন, এতিমাখানার সুপারগণ ও মিডিয়াকর্মীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।