ঢাকাশুক্রবার , ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৪টি প্রকল্পে ১৩০ কোটি ডলার ঋণ দেবে এডিবি

News Editor
জুন ২১, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) শুক্রবার (২০ জুন) ৪টি প্রকল্পে ১৩০ কোটি ৪০ লাখ ডলার ঋণচুক্তি স্বাক্ষর করেছে। ৪টি প্রকল্পে ১৩০ কোটি ডলার ঋণ দেবে এডিবি—এই খবরটি দেশের অবকাঠামো উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ।

৪টি প্রকল্পে ১৩০ কোটি ডলার ঋণ দেবে এডিবি – চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ছবি

এডিবির ৪টি প্রকল্প: কাদের জন্য কী পরিবর্তন আনবে?

১. ব্যাংকিং খাতের জন্য ৫০০ মিলিয়ন ডলার

‘ব্যাংকিং খাত স্থিতিশীল ও সংস্কার কর্মসূচি (সাব-প্রোগ্রাম ১)’ প্রকল্পের আওতায় ৫০০ মিলিয়ন ডলারের ঋণ দিচ্ছে এডিবি। এই প্রকল্পের মাধ্যমে আর্থিক স্থিতিশীলতা ও কাঠামোগত সংস্কার কার্যকর হবে। এতে নেতৃত্ব দেবে অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

২. জলবায়ু সহনশীল উন্নয়ন কর্মসূচি

‘জলবায়ু সহনশীল অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কর্মসূচি (সাব-প্রোগ্রাম ২)’-এর অধীনে ৪০০ মিলিয়ন ডলারের বাজেট সহায়তা পাবে বাংলাদেশ। জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে সহায়তা করবে এই প্রকল্প। এতে যুক্ত থাকবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ যেমন—পরিকল্পনা, পরিবেশ, পানি সম্পদ, স্থানীয় সরকার প্রভৃতি।


বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে বড় বাজেট

৩. উত্তর-পশ্চিম করিডোর উন্নয়ন প্রকল্প

‘সাসেক নর্থ-ওয়েস্ট করিডোর ফেজ ২’-এর চতুর্থ কিস্তি হিসেবে ২০৪ মিলিয়ন ডলারের ঋণ পাবে বাংলাদেশ। এই অর্থে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কের উন্নয়ন হবে। এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

৪. বিদ্যুৎ অবকাঠামোতে ২০০ মিলিয়ন ডলার

চট্টগ্রাম দক্ষিণাঞ্চলে নবায়নযোগ্য জ্বালানির সংযোগ নিশ্চিত করতে ‘পাওয়ার ট্রান্সমিশন স্ট্রেনদেনিং অ্যান্ড ইন্টিগ্রেশন অব রিনিউয়েবল এনার্জি’ প্রকল্পের আওতায় ২০০ মিলিয়ন ডলারের ঋণ দেওয়া হবে। এতে ৯টি সাবস্টেশন উন্নয়ন ও ১৪১ কিলোমিটার বিদ্যুৎ লাইন স্থাপন করা হবে।

৪টি প্রকল্পে ১৩০ কোটি ডলার ঋণ দেবে এডিবি – এর প্রভাব কতটা গভীর?

এই চার প্রকল্পের মোট বাজেট প্রায় ১৩০ কোটি ডলার যা বাংলাদেশের অবকাঠামোগত, পরিবেশগত ও আর্থিক খাতে দৃশ্যমান পরিবর্তন আনবে। ৪টি প্রকল্পে ১৩০ কোটি ডলার ঋণ দেবে এডিবি—এটি শুধু একটি আন্তর্জাতিক আর্থিক চুক্তি নয়, বরং দেশের অগ্রযাত্রার অনন্য প্রমাণ।

চুক্তিতে কারা ছিলেন?

চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং। উপস্থিত ছিলেন দুই পক্ষের উর্ধ্বতন কর্মকর্তারাও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।