ঢাকাশনিবার , ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে এক দিনে ৯ জনের করোনা শনাক্ত

মো হামিদুল হক মিশু
জুন ১৫, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মোট ১৫০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৮ জন মহানগরের ও ১ জন পটিয়া উপজেলার বাসিন্দা। তবে এ সময়ে করোনায় কেউ মারা যায়নি।

রবিবার (১৫ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের তিনটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১৫০টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯ জনের। এর মধ্যে পুরুষ ৪ এবং নারী ৫ জন। এর আগের ২৪ ঘণ্টায় (গত শনিবার) ২৪ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা শনাক্ত হয়েছে।

এই হিসাবে এক দিনের ব্যবধানে চট্টগ্রামে নমুনা পরীক্ষা বেড়েছে ৬ গুণের বেশি। আর এক দিনের ব্যবধানে গতকাল করোনা শনাক্ত বেড়েছে ৮ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, গত ৪ জুন থেকে রবিবার পর্যন্ত চট্টগ্রামে করোনা শনাক্ত হয়েছে ১৮ জনের। এর মধ্যে নগরে ১৫ জন এবং জেলায় ৩ জন।

আক্রান্তদের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ৯ জন। চট্টগ্রামে ১৫টি হাসপাতাল-ল্যাবের মধ্যে রবিবার ৪টিতে ১৫০ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিকে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লোকসমাগম এড়িয়ে চলা, মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। চট্টগ্রামে ঈদের আগে প্রথম শনাক্তের পর গত ১২ দিনে মোট ১৮ জন করোনা আক্রান্ত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।