ঢাকাশুক্রবার , ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে তাপপ্রবাহ ও বৃষ্টিপাতের পূর্বাভাস: ২৬ জেলার ওপর দিয়ে বইছে গরম, কমবে তাপমাত্রা

কুমারখালী ( কুষ্টিয়া)প্রতিনিধি
জুন ১৩, ২০২৫ ৬:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশে তাপপ্রবাহ ও বৃষ্টিপাতের পূর্বাভাস সংক্রান্ত আবহাওয়া চিত্র

বাংলাদেশে তাপপ্রবাহ ও বৃষ্টিপাতের পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে গরমের পাশাপাশি দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ১৩ জুন শুক্রবার সকালে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক এই পূর্বাভাস দেন।

তিনি জানান, দেশের তিনটি বিভাগ ও ছয় জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শও দেওয়া হয়েছে।

 বর্তমানে যে জেলাগুলোতে তাপপ্রবাহ চলছে:

  • টাঙ্গাইল, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা

  • রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগজুড়ে

এদিকে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।


আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস:

শনিবার (১৪ জুন):
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়, এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে তবে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

রোববার (১৫ জুন):
রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বিদ্যুৎ চমকানো/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৬ জুন):
উপরিউক্ত একই জেলাগুলোর পাশাপাশি সারাদেশেই মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন):
আবহাওয়া থাকবে একই ধরণের। কয়েকটি বিভাগের বিভিন্ন জায়গায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টি, পাশাপাশি তাপমাত্রা কিছুটা কমবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।


৫ দিনের সারসংক্ষেপ:

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মতে, পরবর্তী পাঁচ দিনজুড়ে সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। ফলে দেশের কিছু অঞ্চলে জলাবদ্ধতা বা বন্যার সম্ভাবনাও তৈরি হতে পারে।


জনসাধারণের জন্য নির্দেশনা:

  • দীর্ঘ সময় রোদে বাইরে অবস্থান এড়িয়ে চলুন

  • পর্যাপ্ত পানি পান করুন

  • শিশু ও বৃদ্ধদের বিশেষ যত্নে রাখুন

  • বজ্রপাতের সময় খোলা জায়গা এড়িয়ে নিরাপদ স্থানে অবস্থান করুন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।