কোরবানির ঈদের ছুটিতে লাখ লাখ মানুষ ঢাকা ছেড়েছেন। ফলে অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানী। তবে এখন জনমানুষ কম থাকার পরও ভালো নেই ঢাকার বাতাস। বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তিন নম্বরে রয়েছে ঢাকা।
রোববার (৮ জুন) সকাল সাড়ে ৬টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার থেকে এ তথ্য নেওয়া হয়েছে।
আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে থাকা চিলির সান্টিয়াগোর স্কোর ১৬৭, যা অস্বাস্থ্যকর বলে বিবেচিত। দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি। সেখানকার বায়ুর মান ১৬১, যা অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ১৬০, এটিও অস্বাস্থ্যকর বলে বিবেচিত। চতুর্থ স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার বায়ুর স্কোর ১৫৫।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                        
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                