নিজস্ব প্রতিবেদন : আগামী ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যুতের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার বেলা ৩টার দিকে জাতির উদ্দেশে দেওয়া বাজেট উপস্থাপন বক্ততায় তিনি এ কথা জানান।
অর্থ উপদেষ্টা বলেন, ‘আগামী বাজেটে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমানো নিয়ে আমরা কাজ করছি। বিদ্যুৎ নিয়ে যেসব চুক্তি করা হয়েছে তা পর্যালোচনা করছি।’
আগামী বাজেটে বিদ্যুতের দাম বাড়ানো হবে না। বিদ্যুৎ উৎপাদনের ব্যয় কমানো নিয়ে আমরা কাজ করছি। বিদ্যুৎ নিয়ে যেসব চুক্তি করা হয়েছে তা পর্যালোচনা করছি।
এর আগে সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রস্তাবিত বাজেট নিয়ে বৈঠকে বসেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বিশেষ বৈঠকে অনুমোদন হয়েছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। প্রস্তাবিত বাজেটের আকার সাত লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                        
                         
                                     
                                     
                                     
                                ![এনবিআরের অভিযান চালানোর সময় কর কর্মকর্তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছেন]](https://www.newstrailer24.com/wp-content/uploads/2025/06/nbr-2025-20250212220030-20250625-500x280.jpg) 
                                 
                                 
                                