জেলা প্রতিনিধি : ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোহেল আহমদ (২১) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে নিহতের সহকর্মী ও বন্ধু আব্দুল হামিদ চৌধুরী ওরফে ফরহাদ (২১) বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আওয়ামী লীগের আরও ১৫০ থেকে ২০০ নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
নিহত সোহেল আহমদ সিলেট জেলার তখলিছুর রহমানের ছেলে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহত যুবক পেশায় একজন টাইলস মিস্ত্রি। আন্দোলন চলাকালীন সময়ে তিনি এবং বাদী উভয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়স্থ প্রিয়ম নিবাসের দ্বিতীয় তলার ডাচ বাংলা ব্যাংকের অফিসে টাইলসের কাজ করছিলেন। ২০ জুলাই ছাত্র-জনতা ভবনটির সামনে জড়ো হয়ে আন্দোলন করছিল। এ সময় প্রধান আসামি ওবায়দুল কাদেরের নির্দেশনায় এবং দ্বিতীয় আসামি শামীম ওসমানের উপস্থিতিতে অজ্ঞাতনামা আসামিরা অস্ত্রে সজ্জিত হয়ে জনতার ওপর হামলা চালায়। একপর্যায়ে আসামিরা ভুক্তভোগী ও বাদীর কর্মরত ভবনে আগুন দেয়। এতে বাদী প্রাণ রক্ষায় ভবন থেকে লাফ দিয়ে পালাতে পারলেও বন্ধু সোহেল ভেতরে আটকা পড়েন এবং দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পরিবারের সম্মতিতে বন্ধু ফরহাদ মামলার বাদী হন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহীনুর আলম জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ডাচ বাংলা ব্যাংকে দেওয়া আগুনে পুড়ে নিহত সোহেলের বন্ধু হামিদ বাদী হয়ে ২২ মে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 
                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
								                                                                                     
                                     
                        
                         
                                     
                                                                             
                                     
                                     
                                 
                                 
                                 
                                