ঢাকামঙ্গলবার , ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
  1. English Version
  2. অন্যান্য
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আবহাওয়া
  7. আর্ন্তজাতিক
  8. ঈদ
  9. উপ-সম্পদকীয়
  10. করোনা ভাইরাস আপডেট
  11. খেলাধুলা
  12. চাকরীর খবর
  13. জনদূর্ভোগ
  14. টপ-নিউজ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আগুনে পুড়ে ছাই কৃষকের ৪ গরু

Hamidul Haque
মে ১৪, ২০২৫ ৩:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিবেদক : রাজশাহীর বাগমারা উপজেলায় গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি গরু পুড়ে মারা গেছে। মঙ্গলবার (১৩ মে) দিবাগত গভীর রাতে আহমেদ আলীর গরুর গোয়ালে অগ্নিকাণ্ডের ঘটনায় তার ১২ লাখ টাকার গাভী ও আসন্ন ঈদে বিক্রি যোগ্য একটি ষাঁড় গরুও মারা গেছে।

আগুন লাগার বিষয়ে ভুক্তভোগীরা জানান, গোয়ালে মশার কয়েল দেওয়া হয়নি। আশপাশে বিদ্যুৎতের ব্যবস্থা নেই। কিভাবে আগুন লেগেছে সেটি জানা যায়নি। এ অগ্নিকাণ্ডে দুটি গোয়াল পুড়ে গেছে।

আহমেদ আলীর জামাই সিরাজুল ইসলাম সিরাজ বলেন, আগুন লেগেছে গভীর রাতে। তখন সবাই ঘুমিয়ে ছিল। পাশের বাড়ির এক ছেলে আগুন দেখে চিৎকার শুরু করে। এরপরে সবাই বের হয়ে সাবমারসিবল মোটরের পানি দিয়ে আগুন নেভাই। আগুন নেভানের পরে দেখা গেছে চারটি গরু ঘটনাস্থলে পুড়ে মারা গেছে। আরও তিনটি গরুর ঝলসে গেছে। সে গরুগুলোর শারীরিক অবস্থা ভালো না। মারা যেতে পারে। গ্রাম্য চিকিৎসক ডেকে চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি বলেন, এতে আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সংসার পরিচালনার একমাত্র সম্বল ছিল গরুগুলো। কিন্তু সে গরুগুলা পড়ে মারা গেল। এখানে একটা বড় ষাঁড় গরু ছিল। যেটা কোরবানি ঈদে বিক্রি করা হত। এছাড়া দুইটা গরুর অল্প কিছু দিনে বাচ্চা দিত। সেগুলো পুড়ে মারা গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আহমেদ আলী বলেন, কৃষিকাজ ছাড়াও গবাদি পশু পালনের সংসদ চলে তার। এ কোরবানিতে লাখ টাকার বেশি দামের একটি গরু বিক্রি যোগ্য ছিল। কিন্তু সেটি আগুনে পুড়ে মারা গেছে। এছাড়া তিনটি গাভী গরু মারা গেছে। গোয়ালের মধ্যে হাঁস-মুরগি রাখার ঘর ছিল। সেটি পড়ে গিয়ে হাঁস-মুরগি মারা গেছে। মারা যাওয়া গরুগুলো মাটিতে পুতে রাখা হবে। আরো কয়েকটি গরু আগুনে অসুস্থ হয়েছে। সেগুলো চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মাহাবুবুল ইসলাম বলেন, স্থানীয় জনপ্রতিনিধি খবর দিয়েছিল। বিষয়টি শুনেছি। আমরা তাদের জানিয়েছে ক্ষতিগ্রস্তের বিষয়টি নিয়ে একটা আবেদন দিতে। সরকারিভাবে যতটুকু সম্ভব আমরা তাদের সাহায্য করব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন সূত্র থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।